এবার হারানো সন্তান খুঁজে দেবে ওয়েবসাইট !
শত
কোটিরও বেশি মানুষের দেশ চীনে এবার হারিয়ে যাওয়া সন্তান খুঁজতে ওয়েবসাইটের
সাহায্য নেওয়া হবে। এটি দুই ভাবেই হবে। যেমন, সন্তান খুঁজে পাবে তার
পিতামাতাকে অথবা পিতামাতা খুঁজে পাবেন হারানো
সন্তানকে।
চীনা ভাষার এই ওয়েবসাইটের নামের ইংরেজি করলে দাঁড়ায় ‘বেবি কাম হোম’। ব্যাংকের সাবেক এক কেরানি ৫১ বছরের ঝাং বাওইয়ান এর প্রতিষ্ঠাতা। সঙ্গে রয়েছেন তাঁর স্বামী, যিনি কম্পিউটার বিষয়ের একজন শিক্ষক।
নতুন এবং অভিনব এই ওয়েবসাইটটির কার্যক্রম সম্প্রতি চালু করা হয়েছে। এরই মধ্যে তাঁরা সফলও হয়েছেন।
চীনের এক তরুণ লুয়ো গাঙ। ১৯৯০ সালে সেচুয়ান প্রদেশ থেকে তাঁকে অপহরণ করে নিয়ে যাওয়া হয় ফুজিয়ানে। তখন তাঁর বয়স ছিল পাঁচ। ২৩ বছর পর গাঙ আবার ফিরে পেয়েছেন তাঁর পরিবারকে। এটিই ওয়েবসাইটটির প্রথম সাফল্য।
ওয়েবসাইটটির কর্তৃপক্ষ জানায়, লুয়ো গাঙ ঐ ওয়েবসাইটে তাঁর ছোটবেলার কিছু স্মৃতি বর্ণনা করেছিল। এছাড়া নিজ এলাকা সম্পর্কে তার যতটুকু মনে ছিল সেটাও জানিয়েছিল। গাঙ এর দেয়া এসব তথ্যের ভিত্তিতে ওয়েবসাইটের স্বেচ্ছাসেবকরা পুরনো মানচিত্র ঘেঁটে, আশেপাশের লোকজনের সঙ্গে কথা বলে গাঙ এর বাবা মা’কে খুঁজে বের করে।
এভাবে হারিয়ে যাওয়া কেউ নিজেই নিজের ছবি দিয়ে বাবা’মাকে খুঁজে পেতে পারে। অথবা বাবা মা’ও তাদের হারিয়ে যাওয়া সন্তানের ছবি ওয়েবসাইটে আপলোড করতে পারে। সঙ্গে দিতে পারে বিভিন্ন তথ্য। এরপর এসব বাবা-মা’ই একে অপরের সঙ্গে তথ্য আদান-প্রদানের মাধ্যমে সন্তান খুঁজে পেতে পারেন।
সন্তানকে।
চীনা ভাষার এই ওয়েবসাইটের নামের ইংরেজি করলে দাঁড়ায় ‘বেবি কাম হোম’। ব্যাংকের সাবেক এক কেরানি ৫১ বছরের ঝাং বাওইয়ান এর প্রতিষ্ঠাতা। সঙ্গে রয়েছেন তাঁর স্বামী, যিনি কম্পিউটার বিষয়ের একজন শিক্ষক।
নতুন এবং অভিনব এই ওয়েবসাইটটির কার্যক্রম সম্প্রতি চালু করা হয়েছে। এরই মধ্যে তাঁরা সফলও হয়েছেন।
চীনের এক তরুণ লুয়ো গাঙ। ১৯৯০ সালে সেচুয়ান প্রদেশ থেকে তাঁকে অপহরণ করে নিয়ে যাওয়া হয় ফুজিয়ানে। তখন তাঁর বয়স ছিল পাঁচ। ২৩ বছর পর গাঙ আবার ফিরে পেয়েছেন তাঁর পরিবারকে। এটিই ওয়েবসাইটটির প্রথম সাফল্য।
ওয়েবসাইটটির কর্তৃপক্ষ জানায়, লুয়ো গাঙ ঐ ওয়েবসাইটে তাঁর ছোটবেলার কিছু স্মৃতি বর্ণনা করেছিল। এছাড়া নিজ এলাকা সম্পর্কে তার যতটুকু মনে ছিল সেটাও জানিয়েছিল। গাঙ এর দেয়া এসব তথ্যের ভিত্তিতে ওয়েবসাইটের স্বেচ্ছাসেবকরা পুরনো মানচিত্র ঘেঁটে, আশেপাশের লোকজনের সঙ্গে কথা বলে গাঙ এর বাবা মা’কে খুঁজে বের করে।
এভাবে হারিয়ে যাওয়া কেউ নিজেই নিজের ছবি দিয়ে বাবা’মাকে খুঁজে পেতে পারে। অথবা বাবা মা’ও তাদের হারিয়ে যাওয়া সন্তানের ছবি ওয়েবসাইটে আপলোড করতে পারে। সঙ্গে দিতে পারে বিভিন্ন তথ্য। এরপর এসব বাবা-মা’ই একে অপরের সঙ্গে তথ্য আদান-প্রদানের মাধ্যমে সন্তান খুঁজে পেতে পারেন।