ব্রিটেনের কাছে আশ্রয় প্রার্থনা করে পাকিস্তানি দুই মুসলিম নারীর সমকামী বিয়ে
পাকিস্তানে দুই মুসলিম নারী সম্প্রতি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। এক
প্রতিবেদনে বলা হয়, রেহানা কাউসার (৩৪) ও সোবিয়া কামার (২৯) চলতি মাসের
শুরুর দিকে লিড্স রেজিস্ট্রি অফিসে
বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পরক্ষনেই তারা ব্রিটেন সরকারের
কাছে আশ্রয় প্রার্থনা করে।
এই লেসবিয়ান দম্পতি দাবি করছেন তাদেরকে হুমকি দেয়া হচ্ছে, এমনকি দেশে ফিরেগেলেও প্রাণনাশ হতে পারে বলে তাদের ধারণ। তাদের বিয়ে ঠিক ইসলামী নয়মনীতি মেনে করা হয়নি।
বিতর্কিত সমকামী বিয়ে দিতে কোন মুসলিম ইমাম রাজি হননি।
তাদের এক আত্মীয় বলেন, ইসলামে সমকামিতা নিষিদ্ধ হওয়ার ফলে খুব সাহসিকতার সাথে তারা এতটা পথ পাড়ি দিয়েছেন।
পাঞ্জাব ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন লাহোর নিবাসী রেহানা কাউসার। পরবর্তীতে বার্মিংহ্যামে পড়াশোনা চলাকালে পরিচয় হয় সোবিয়া কামারের সঙ্গে।
বার্মিংহ্যামের সানডে মার্কারিকে রেহানা বলেন, এই দেশে আমাদের ব্যক্তিস্বাধীনতার নিশ্চয়তা রয়েছে। সিদ্ধান্তটি একান্তই আমাদের ব্যক্তিগত এবং ব্যক্তিগত জীবনে আমরা কি করলাম না করলাম সেটা কারও মাথাব্যথা হওয়া উচিত নয়।
বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পরক্ষনেই তারা ব্রিটেন সরকারের
কাছে আশ্রয় প্রার্থনা করে।
এই লেসবিয়ান দম্পতি দাবি করছেন তাদেরকে হুমকি দেয়া হচ্ছে, এমনকি দেশে ফিরেগেলেও প্রাণনাশ হতে পারে বলে তাদের ধারণ। তাদের বিয়ে ঠিক ইসলামী নয়মনীতি মেনে করা হয়নি।
বিতর্কিত সমকামী বিয়ে দিতে কোন মুসলিম ইমাম রাজি হননি।
তাদের এক আত্মীয় বলেন, ইসলামে সমকামিতা নিষিদ্ধ হওয়ার ফলে খুব সাহসিকতার সাথে তারা এতটা পথ পাড়ি দিয়েছেন।
পাঞ্জাব ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন লাহোর নিবাসী রেহানা কাউসার। পরবর্তীতে বার্মিংহ্যামে পড়াশোনা চলাকালে পরিচয় হয় সোবিয়া কামারের সঙ্গে।
বার্মিংহ্যামের সানডে মার্কারিকে রেহানা বলেন, এই দেশে আমাদের ব্যক্তিস্বাধীনতার নিশ্চয়তা রয়েছে। সিদ্ধান্তটি একান্তই আমাদের ব্যক্তিগত এবং ব্যক্তিগত জীবনে আমরা কি করলাম না করলাম সেটা কারও মাথাব্যথা হওয়া উচিত নয়।