গ্রাহকের অনুমতি ছাড়া এসএমএস করবে না রবি
গ্রাহকদের অনুমতি ছাড়া বিভিন্ন অফার সম্পর্কে গ্রাহককে এসএমএস পাঠানো
বন্ধের ঘোষণা দিয়েছে মোবাইল ফোন অপারেটর রবি। গ্রাহকদের ঘন-ঘন এসএমএসের
ঝামেলা এড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
রবি জানিয়েছে, এখন থেকে রবির পক্ষ থেকে আর অপ্রয়োজনীয় কোনও এসএমএস গ্রাহকদের পাঠানো হবে না।
তবে সেবা প্যাকেজ বা প্রণোদনা অফার সম্পর্কে তথ্য পেতে গ্রাহকদের জন্য ‘ঘ্যাচাং স্টোর’ চালু করেছে। এই স্টোর থেকে হালনাগাদ সব অফার সম্পর্কে নিজেরাই এসএমএস করে জানতে পারবেন রবি গ্রাহকরা। এ জন্য তাদের রবি লিখে ২১৯৯৯ নম্বরে এসএমএস করতে হবে। ফিরতি এসএমএসের মাধ্যমে তারা জেনে যাবেন প্রয়োজনীয় সব তথ্য। এর আওতায় তারা ইউজেস বোনাস, ইনকামিং বোনাস, রিচার্জ বোনাস, ডেইলি ক্যাশ ব্যাক, উইকলি ক্যাশ ব্যাক, বান্ডেল অফার, নাইট টাইমসহ বিভিন্ন অফার সম্পর্কে জানতে পারবেন। source:mzamin
রবি জানিয়েছে, এখন থেকে রবির পক্ষ থেকে আর অপ্রয়োজনীয় কোনও এসএমএস গ্রাহকদের পাঠানো হবে না।
তবে সেবা প্যাকেজ বা প্রণোদনা অফার সম্পর্কে তথ্য পেতে গ্রাহকদের জন্য ‘ঘ্যাচাং স্টোর’ চালু করেছে। এই স্টোর থেকে হালনাগাদ সব অফার সম্পর্কে নিজেরাই এসএমএস করে জানতে পারবেন রবি গ্রাহকরা। এ জন্য তাদের রবি লিখে ২১৯৯৯ নম্বরে এসএমএস করতে হবে। ফিরতি এসএমএসের মাধ্যমে তারা জেনে যাবেন প্রয়োজনীয় সব তথ্য। এর আওতায় তারা ইউজেস বোনাস, ইনকামিং বোনাস, রিচার্জ বোনাস, ডেইলি ক্যাশ ব্যাক, উইকলি ক্যাশ ব্যাক, বান্ডেল অফার, নাইট টাইমসহ বিভিন্ন অফার সম্পর্কে জানতে পারবেন। source:mzamin