স্ত্রীকে খুন করে ফেসবুকে স্ট্যাটাস

স্ত্রীকে খুন করে নিজের ফেসবুক একাউন্টে স্ট্যাটাস দিলেন ফ্লোরিডার ৩১ বছর বয়সী ডেরেক মেদিনা। ডেরেক রান্নাঘরের মেঝেতে পড়ে থাকা স্ত্রীর রক্তাক্ত দেহের ছবি পোস্ট করে লিখেছেন, আমি স্ত্রীকে খুন করার জন্য জেলে যাচ্ছি বা ফাঁসিকাঠে ঝুলছি। ফেসবুকের বন্ধুরা তোমাদের আমি মিস করব। তোমরা আমাকে খবরে দেখতে পাবে।  দক্ষিণ মিয়ামির বাসিন্দা মেদিনার গ্রেপ্তারের রিপোর্ট থেকে জানা গেছে স্ত্রীকে খুন করার পর নিজের পরিবারের সঙ্গে দেখা করতে
যান ডেরেক। পরিবারের সদস্যদের তিনি খুনের ঘটনা জানান।
এরপরই তিনি আত্মসমর্পণ করেন। আর ফেসবুকে পোস্ট করা ছবির বিষয়ে অভিযোগ পাওয়ার পর পুলিশ মেদিনা ও তার স্ত্রীর ফেসবুক একাউন্ট বন্ধ করে দেয়। ফেসবুকে দেয়া ছবির নিচে মেদিনা লিখেছেন তাঁর স্ত্রী তাঁকে অপমান করতেন। নিজের বন্ধুদের বোঝাতে চেয়েছেন কেন তিনি স্ত্রীকে খুন করলেন। পুলিস রিপোর্ট বলছে, রান্নাঘরে ঝগড়ারত অবস্থায় স্ত্রীকে গুলি করে হত্যা করেন মেদিনা। ঘটনার সময় তাদের ১০ বছরের মেয়েও বাড়িতে ছিল। সূত্র: সংবাদ সংস্থা

Powered by Blogger.