রংপুর বিভাগকে ৪৮ ঘণ্টার মধ্যে নাশকতামুক্ত করা হবে

 আগামী ৪৮ ঘণ্টার মধ্যে রংপুর বিভাগকে সন্ত্রাস ও নাশকতামুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া।
রোববার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অগ্নিদগ্ধদের দেখতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

এসময় ডেপুটি স্পিকার বলেন,  রংপুরের নিরীহ জনগণের ওপর এ ধরনের বর্বরোচিত ও নৃশংস ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যারা এ ধরনের ঘটনা ঘটাচ্ছে তাদের কোনোভাবেই রেহাই দেওয়া হবে না। শেখ হাসিনার সরকার জনগণের সরকার। তাই জনগণকেই সঙ্গে নিয়ে সন্ত্রাস ও নাশকতা মোকাবিলা করা হবে। তিনি বলেন, খালেদা জিয়ার তাণ্ডবলীলা, পেট্রলবোমা মেরে মানুষ হত্যা, বাস পুড়িয়ে দেওয়া, পুলিশের ওপর হামলা জনগণকে সঙ্গে নিয়ে বন্ধ করা হবে। ২০০১ সালে খালেদা জিয়া যেভাবে ক্লিন হার্ট অপারেশনের নামে মানুষ হত্যা করেছিলেন, বর্তমান প্রধানমন্ত্রী চান না সেভাবে অভিযান চালাতে। আমরা জনগণের সহায়তায় এসব নাশকতা অবশ্যই প্রতিরোধ করতে সক্ষম হব।

Powered by Blogger.