স্বামী ও সন্তানের সামনেই বাংলাদেশিকে ধর্ষণ করল বিএসএফ
৬ বছরের সন্তানের সামনে বাংলাদেশী এক
মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠেছে বিএসএফ’র এক জওয়ানের বিরুদ্ধে। তাকে
গ্রেফতারের দাবি জানানো হয়েছে। মহিলা নিজেও পুলিশের কাছে বিএসএফ জওয়ান
সুরজিৎ দেববর্মার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন।
বাংলার মানবাধিকার সুরক্ষা মঞ্চ (মাসুম) শুক্রবার এই দাবি জানিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের দৃষ্টি আকর্ষন করেছে।
মাসুম দাবি করেছে, একটি নিরপেক সংস্থাকে
দিয়ে ধর্ষণের অভিযোগের তদন্ত করা হোক। সেই সঙ্গে ধর্ষিতা মহিলাকে উপযুক্ত
ক্ষতিপূরণ দেয়া হোক।
ঘটনার বিবরণে জানা গেছে, গত ১১ই জুলাই
বাংলাদেশের
নড়াইল জেলার মারোলিয়া গ্রামের বাসিন্দা ওই মহিলা স্বামী ও ৬
বছরের পুত্র নিয়ে বাংলাদেশে ফিরছিলেন।
উত্তর চব্বিশপরগণার গাইঘাটা সীমান্তের
কাছে খেদাপাড়া গ্রামে বিএসএফ ধাওয়া করলে মহিলা সন্তানসহ কাছের একটি ঝোপে
লুকোবার চেষ্টা করেন। কিন্তু অভিযুক্ত জওয়ান তাকে দেখতে পেয়ে সেখানে তাকে
ধর্ষণ করে। পরে তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়।
পুলিশ মহিলাকে আদালতে তুললে বিচারক তাকে
সাবালক পুত্র সহ জেলে পাঠান। মাসুমের অভিযোগ, এটা ভারতের
স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশের সম্পূর্ণ বিরোধী। তাই মহিলার নিরাপত্তার
স্বার্থে তাকে অবিলম্বে হোমে পাঠানোর দাবি জানানো হয়েছে। এদিকে মাসুম
জানিয়েছে, অভিযোগ পাওয়ার পর বিএসএফ কর্র্তপক্ষ অভিযুক্ত জওয়ানকে
সাসপেন্ড করলেও তাকে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয় নি।-মানবজমিন