বহুল আলোচিত বাংলাদেশী সেই কিশোরী ফাতেমা শেখের ছবি

ছবিটি প্রকাশ করেছে। পাকিস্তানে তালেবান হামলার শিকার মালালা ইউসুফজাইয়ের ওপর ভিত্তি করে ভারতীয় নির্মাতা আমজাদ খান একটি চলচ্চিত্র নির্মাণ করছেন। এতে মালালা চরিত্রে অভিনয় করছেন
ঢাকার মেয়ে ফাতেমা শেখ। এ খবর এরই মধ্যে ছড়িয়ে গেছে বিশ্বের নানা প্রান্তে। এ নিয়ে বিশ্বজুড়ে মিডিয়ায় প্রতিবেদন। তাতে বলা হচ্ছে, ফাতেমার অভিনয়ের কোন পূর্ব অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও মালালার সঙ্গে তার সাদৃশ্য নজর কাড়ে আমজাদ খানের। এদিকে কিশোরী এ অভিনেত্রীর পিতা-মাতা তাদের সন্তানের নিরাপত্তা নিয়ে বেশ শঙ্কিত। তারা চান না মেয়ের কোন ছবি যাতে প্রকাশ করা হয়। এখনও তারা ফাতেমার চেহারা প্রকাশ করতে রাজি হননি। তারা চাইছেন দ্বিতীয় পর্যায়ের শুটিং শেষ হয়ে গেলেই যেন ফাতেমার ছবি প্রকাশ করা হয়। বেশ কয়েক সপ্তাহের জল্পনা-কল্পনার পর আমজাদ শেষ পর্যন্ত টাইমস অব ইন্ডিয়ার কাছে এই অভিনেত্রীর নাম প্রকাশ করেন। ৪০ দিন ধরে তার পরিচয় গোপন রাখা হয়েছিল। তবে যে একটিমাত্র ছবি প্রকাশ করা হয়েছে, তাতে নেকাবে ফাতেমার মুখ ঢাকা। নেকাবের ফাঁক দিয়ে শুধু তার চোখ দেখা যাচ্ছিল। চলচ্চিত্রটির শুটিং ভালভাবে শুরু না হওয়া পর্যন্ত ফাতেমার সম্পর্কে আর কোন ছবি বা তথ্য উন্মোচন করবেন না নির্মাতা। আমজাদ খান জানান, তিনি যখন মালালার চরিত্রের জন্য উপযুক্ত অভিনেত্রীকে খুঁজছিলেন, তখন এক বন্ধুর মাধ্যমে তিনি ফাতেমা শেখের খবর জানতে পারেন। এরপরই তিনি ঢাকার উদ্দেশে রওনা হন ও ফাতেমার স্ক্রিন টেস্ট করান। লুক টেস্ট ও স্ক্রিনিংয়ের পর বাংলাদেশের এই মেয়েটিকেই মালালার চরিত্রে সবচেয়ে উপযুক্ত মনে হয়েছে আমজাদ খানের কাছে। লন্ডনভিত্তিক দ্য ইন্ডিপেন্ডেন্ট পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে আমজাদ খান বলেছেন, সে ছাত্রী। তার চেহারা মালালার মতোই। তবে তার পরিচয় সম্পর্কে তিনি বলেন, নিরাপত্তা সংক্রান্ত ব্যাপারও রয়েছে। আমজাদ খানের পরিচালনায় লন্ডন, পাকিস্তান, ইরান ও ভারতে ‘গুল মাকাই’ চলচ্চিত্রটি চিত্রায়িত হবে। এরই মধ্যে গ্লোবাল আইকনে পরিণত হয়েছে মালালা। তালেবান সংগঠনের নানা কর্মকাণ্ডের বিরুদ্ধে মাত্র ১১ বছর বয়স থেকে সে গুল মাকাই ছদ্মনামে জার্নাল লিখতে শুরু করে।
২০০৯ সালে পাকিস্তান সেনাবাহিনী যখন তালেবান সংগঠনটিকে সোয়াত উপত্যকা থেকে হটিয়ে দেয়, তখন মেয়েদের শিক্ষার ব্যাপারে আরও সক্রিয় হয়ে ওঠে মালালা। গণমাধ্যমে তার বিচরণ নিয়মিত হয়ে ওঠে ও সাহসিকতার জন্য দেশের অন্যতম সর্বোচ্চ বেসামরিক পুরস্কারে ভূষিত করা হয়। আর গত বছরের অক্টোবরে তালেবানের গুলিতে গুরুতর আহত হয় এ কিশোরী। বার্মিংহামের কুইন এলিজাবেথ হাসপাতালে পাঠানো হয় তাকে। সুস্থ হয়ে আবার স্কুলে যাচ্ছে সে। এরই মধ্যে নানা অর্জন তার ঝুলিতে। নোবেল পুরস্কারের জন্যও মনোনীত হয়েছে মালালা। এ বছরের শেষদিকে ‘আই অ্যাম মালালা’ নামে একটি আত্মজীবনীমূলক গ্রন্থ প্রকাশের কথা রয়েছে মালালার। তারই জীবন-সংগ্রামকে ফুটিয়ে তুলবে বাংলাদেশের কিশোরী ফাতেমা শেখ।
প্রকাশিত হয়েছে বহুল আলোচিত বাংলাদেশী সেই কিশোরী ফাতেমা শেখের ছবি। তবে তাতে তার মুখচ্ছবি পরিষ্কার বোঝার উপায় নেই। বোরকা পরা ফাতেমার শুধু দু’টি চোখ দেখা যায়। তাতে সে কে তা চেনা কঠিন। বৃটেনের প্রভাবশালী পত্রিকা ইন্ডিপেন্ডেন্ট তার এ

,
Powered by Blogger.