সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে যৌন নিযার্তনের পর গায়ে আগুন লাগিয়ে খুন

সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে যৌন নিযার্তনের পর গায়ে আগুন লাগিয়ে খুন করা হল। নৃশংস এই ঘটনাটি ঘটেছে নাগপুরে।নাগপুরের ব্যস্ত মণীষ নগরে শুক্রবার একটি নির্মীয়মান বহুতলে ওই কিশোরীর উপর অত্যাচারের পর তার গায়ে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। মেয়েটির
আর্ত চিৎকার শুনে এবং বাড়িটি থেকে ধোঁয়া বেরিয়ে আসতে দেখে স্থানীয় বাসিন্দারা ওই বাড়িটিতে ছুটে আসেন। কিন্তু যতক্ষণে তাঁরা পৌঁছান ততক্ষণে মেয়েটি ৯৫% আগুনে পুড়ে গেছে। লোকজন আসতে আসতেই দুষ্কৃতীরাও সেখান থেকে চম্পট দেয়।
অগ্নিদগ্ধ অবস্থায় কিশোরীটিকে হাসপাতালে নিয়ে আসার কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।
পুলিস ঘটনাস্থল থেকে মদের বোতল, একটিমকেকের বাক্স, একটি ছুরি, কিছু পোড়া পোশাক ও একটি কেকের বাক্স উদ্ধার করেছে।
শ্রমিক দম্পতির কন্যা এই কিশোরী চলতি সপ্তাহের বৃহস্পতিবার নিজের বাড়ি থেকেই নিঁখোজ ছিল। মেয়েটির বাবা মা পুলিসের কাছে অভিযোগও দায়ের করেছিলেন।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন নির্মীয়মান ওই বাড়িটি বানানোর কাজ দু`বছর আগে শুরু হয়। এখনও সেই কাজ শেষ না হলেও বর্তমানে বাড়িটি সমাজবিরোধীদের আখড়া হয়ে উঠেছে বলেও জানিয়েছেন তাঁরা।
তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকেই সনাক্ত বা গ্রেফতার করে উঠতে পারেনি পুলিস।
source: হ্যালো-টুডে

,
Powered by Blogger.