রেশমার গ্রামের চিত্র বদলে গেছে

মা জোবেদা খাতুন একথা জানান। প্রতিদিন রেশমার বাড়িতে দূর-দুরান্ত থেকে ছুঁটে আসছে অসংখ্য মানুষ। পাল্টে গেছে রেশমার বাড়ি ও আশ-পাশের চিত্র। রেশমার বাড়ির সামনের মহা-সড়কের ধারে স্থান পেয়েছে তার ছবি সম্মিলিত বিশাল সাইন বোর্ড। বাড়িতে এখন স্বাস্থ্য-সম্মত সেনিটারি পায়খানা বসানো হয়েছে। অনেকে এখন সাহায্য-সহযোগিতা করছে রেশমার পরিবারকে। স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান জানিয়েছেন, গ্রামের বাড়ির পরিবার-পরিজন ও প্রতিবেশীরা রেশমাকে দেখতে চাইছে। এদিকে রেশমার ফেলে আসা জীবনের অনেক অজানা কাহিনী এখন মানুষের মুখে মুখে। ঘোড়াঘাট উপজেলার ৩ নং সিংড়া ইউনিয়নের কোশিগাড়ী গ্রামের কৃষক মৃত আনসার আলী ও গৃহিনী জোবেদা খাতুনের ২ ছেলে ৩ মেয়ের মধ্যে সবচেয়ে ছোট রেশমা (২০)। ছোট কালে পিতা মারা যাওয়ার পর থেকে মাত্র ৫ বছর বয়সে মানুষের বাড়িতে কাজ করে জীবন যুদ্ধ শুরু রেশমার। পরে সাবালক হতে না হতে তার বিয়ে হয়। রানা প্লাজা বিপর্যয়ের ৪ মাস আগে তার জীবনে ঘটে গেছে আরেক বিপর্যয়। স্বামী আব্দুর রাজ্জাকের অমানুষিক নির্যাতনে সে বাধ্য হয়ে নিজেই স্বামীকে তালাক দিয়েছে।