ফের শুরু হচ্ছে ‘কে হতে চায় কোটিপতি’
শিগগিরই শুরু হতে যাচ্ছে ‘কে হতে চায় কোটিপতি’র দ্বিতীয় সিজন। বিশ্বমাতানো
আন্তর্জাতিক মানের এ মেধাভিত্তিক টিভি অনুষ্ঠানটির নতুন কার্যক্রমের ঘোষণা
আসছে সহসাই। এমনটাই জানা গেছে বিশ্বস্ত সূত্রে। জানা যায়, গেলবারের মতো
এবারও ‘কে হতে চায় কোটিপতি’র আয়োজন করছে
দেশের অন্যতম আয়োজক ও নির্মাণ প্রতিষ্ঠান ডেল্টা বে। এরই মধ্যে অনুষ্ঠানটির দ্বিতীয় সিজনের প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে নিশ্চিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে। অনুষ্ঠান সম্পর্কিত তেমন কোন তথ্যই অনানুষ্ঠানিকভাবে জানানো হচ্ছে না সংবাদ মাধ্যমে। এ প্রসঙ্গে জানতে চাইলে নির্মাণ প্রতিষ্ঠান ডেল্টা বে’র ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হোসাইন মুকুল বলেন, হ্যাঁ। খবরটি সত্যি। আশা করছি আগামী এক-দুই সপ্তাহের মধ্যে আমরা আনুষ্ঠানিকভাবে আপনাদের পুরো বিষয়টি জানাতে পারবো। সে লক্ষ্যেই এগুচ্ছি। তার আগে এর বেশি কিছু বলতে চাই না। কারণ, প্রথম সিজনের চেয়ে বিস্তৃত পরিসর এবং অনেক বেশি চমক নিয়ে পুরো আয়োজনটি সাজানোর পরিকল্পনা চলছে। আশা করছি আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন। যেমনটা থেকেছিলেন প্রথম সিজনে। গেল বছর নানা নাটকীয়তার মধ্য দিয়ে ‘কে হতে চায় কোটিপতি’র আলোচিত হটসিটে বসেছিলেন আসাদুজ্জামান নূর। তবে কি এবারও তিনিই বহাল থাকছেন? একই সঙ্গে দেশটিভি’র পর্দাতেই কি অনুষ্ঠানটি সমপ্রচার হবে? এমন জিজ্ঞাসায় মঈনুল হোসাইন মুকুল জানান, আমি প্রথমেই বলেছি এবার অনেক চমক রয়েছে। সবকিছুই আপনাদের আনুষ্ঠানিকভাবে জানাবো। তার আগে সবকিছু চূড়ান্ত করার একটু সময় দিন। বিশ্বব্যাপী মেধা প্রতিযোগিতার সর্বোচ্চ জনপ্রিয় টিভি অনুষ্ঠান ‘হু ওয়ান্টস টু বি এ মিলিয়নিয়ার’-এর যাত্রা শুরু হয় ইংল্যান্ডে। ১৯৯৮ সালে সনি পিকসার্স টেলিভিশনের ব্যানারে এটি নির্মিত ও সমপ্রচারিত হয়। এরপর আমেরিকা, ভারত, বাংলাদেশসহ অনুষ্ঠানটি বিশ্বের ১২২টি দেশে নির্মিত ও সমপ্রচারিত হয়েছে। হচ্ছে এখনও। অন্যদিকে ‘হু ওয়ান্টস টু বি এ মিলিয়নিয়ার’-এর বাংলাদেশী ভার্সন ‘কে হতে চায় কোটিপতি’র প্রথম সিজন সমপ্রচার হয় দেশটিভিতে। আসাদুজ্জামান নূরের সঞ্চালনা আর মেধাবী অগুনতি প্রতিযোগীর অংশগ্রহণে প্রাণবন্ত হয়েছিল অনুষ্ঠানটির প্রতিটি পর্ব। সেই সঙ্গে সাধারণ প্রতিযোগীদের পাশাপাশি এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন দেশের বিভিন্ন মাধ্যমের শীর্ষ তারকা জুটি ও দম্পতিরা। যারা এ প্রতিযোগিতায় স্ব-স্ব মেধা দিয়ে লড়াই করেছেন চ্যারেটি ফান্ড গঠনের জন্য। একই সঙ্গে কোটি টাকা জিততে না পারলেও সাধারণ মেধাবী প্রেতিযোগীরা এ অনুষ্ঠানে অংশ নিয়ে জিতে নিয়েছেন অর্ধকোটি টাকা পর্যন্ত। এবার সেটি কোটি টাকা পর্যন্ত ছোঁবে বলে আশা করছেন আয়োজক প্রতিষ্ঠান ডেল্টা বে।
দেশের অন্যতম আয়োজক ও নির্মাণ প্রতিষ্ঠান ডেল্টা বে। এরই মধ্যে অনুষ্ঠানটির দ্বিতীয় সিজনের প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে নিশ্চিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে। অনুষ্ঠান সম্পর্কিত তেমন কোন তথ্যই অনানুষ্ঠানিকভাবে জানানো হচ্ছে না সংবাদ মাধ্যমে। এ প্রসঙ্গে জানতে চাইলে নির্মাণ প্রতিষ্ঠান ডেল্টা বে’র ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হোসাইন মুকুল বলেন, হ্যাঁ। খবরটি সত্যি। আশা করছি আগামী এক-দুই সপ্তাহের মধ্যে আমরা আনুষ্ঠানিকভাবে আপনাদের পুরো বিষয়টি জানাতে পারবো। সে লক্ষ্যেই এগুচ্ছি। তার আগে এর বেশি কিছু বলতে চাই না। কারণ, প্রথম সিজনের চেয়ে বিস্তৃত পরিসর এবং অনেক বেশি চমক নিয়ে পুরো আয়োজনটি সাজানোর পরিকল্পনা চলছে। আশা করছি আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন। যেমনটা থেকেছিলেন প্রথম সিজনে। গেল বছর নানা নাটকীয়তার মধ্য দিয়ে ‘কে হতে চায় কোটিপতি’র আলোচিত হটসিটে বসেছিলেন আসাদুজ্জামান নূর। তবে কি এবারও তিনিই বহাল থাকছেন? একই সঙ্গে দেশটিভি’র পর্দাতেই কি অনুষ্ঠানটি সমপ্রচার হবে? এমন জিজ্ঞাসায় মঈনুল হোসাইন মুকুল জানান, আমি প্রথমেই বলেছি এবার অনেক চমক রয়েছে। সবকিছুই আপনাদের আনুষ্ঠানিকভাবে জানাবো। তার আগে সবকিছু চূড়ান্ত করার একটু সময় দিন। বিশ্বব্যাপী মেধা প্রতিযোগিতার সর্বোচ্চ জনপ্রিয় টিভি অনুষ্ঠান ‘হু ওয়ান্টস টু বি এ মিলিয়নিয়ার’-এর যাত্রা শুরু হয় ইংল্যান্ডে। ১৯৯৮ সালে সনি পিকসার্স টেলিভিশনের ব্যানারে এটি নির্মিত ও সমপ্রচারিত হয়। এরপর আমেরিকা, ভারত, বাংলাদেশসহ অনুষ্ঠানটি বিশ্বের ১২২টি দেশে নির্মিত ও সমপ্রচারিত হয়েছে। হচ্ছে এখনও। অন্যদিকে ‘হু ওয়ান্টস টু বি এ মিলিয়নিয়ার’-এর বাংলাদেশী ভার্সন ‘কে হতে চায় কোটিপতি’র প্রথম সিজন সমপ্রচার হয় দেশটিভিতে। আসাদুজ্জামান নূরের সঞ্চালনা আর মেধাবী অগুনতি প্রতিযোগীর অংশগ্রহণে প্রাণবন্ত হয়েছিল অনুষ্ঠানটির প্রতিটি পর্ব। সেই সঙ্গে সাধারণ প্রতিযোগীদের পাশাপাশি এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন দেশের বিভিন্ন মাধ্যমের শীর্ষ তারকা জুটি ও দম্পতিরা। যারা এ প্রতিযোগিতায় স্ব-স্ব মেধা দিয়ে লড়াই করেছেন চ্যারেটি ফান্ড গঠনের জন্য। একই সঙ্গে কোটি টাকা জিততে না পারলেও সাধারণ মেধাবী প্রেতিযোগীরা এ অনুষ্ঠানে অংশ নিয়ে জিতে নিয়েছেন অর্ধকোটি টাকা পর্যন্ত। এবার সেটি কোটি টাকা পর্যন্ত ছোঁবে বলে আশা করছেন আয়োজক প্রতিষ্ঠান ডেল্টা বে।