ইনোসেন্স অব মুসলিমস ইউটিউব থেকে সরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে কি না?
ইনোসেন্স
অব মুসলিমস নামে আপত্তিকর চলচ্চিত্রটি বাংলাদেশে ইউটিউব থেকে সরানোর
উদ্যোগ নেওয়া হচ্ছে কি না, প্রথম আলোর এই প্রশ্নের জবাবে গুগল বলেছে, কাজটা
সময়সাপেক্ষ। তবে গুগল প্রতিটি দেশের আইন মেনেই সে দেশে কার্যক্রম পরিচালনা
করে থাকে। ইন্দোনেশিয়া বা ভারতে ওই চলচ্চিত্র তারা বন্ধ করতে পেরেছে, কারণ
সেসব দেশে গুগল স্থানীয় সংস্করণ-সেবা দিয়ে থাকে। বাংলাদেশে আগামী মাস থেকে
গুগল
কাজ শুরু করবে বলে জানা গেছে।গুগলের দক্ষিণ এশিয়া জনসংযোগ বিভাগের প্রধান মাইরিয়াম বুবলিল গতকাল সিঙ্গাপুর থেকে প্রথম আলোকে ই-মেইলে জানিয়েছেন: ‘আমরা পৃথিবীর ৪৯টি দেশে ইউটিউবের স্থানীয় সংস্করণ-সেবা দিয়ে থাকি। এই দেশগুলোর নিজস্ব প্রয়োজন বিবেচনায় নিয়ে ও নিজস্ব আইন মান্য করে আমরা স্থানীয় বিষয় পরিবেশন করে থাকি। যেমন ইন্দোনেশিয়ায় আমাদের আছে ইউটিউব.কো.আইডি। যখন কেউ আমাদের দৃষ্টি আকর্ষণ করে বলে এই ভিডিওটা বেআইনি, তখন আমরা পর্যালোচনা করে সেটা বন্ধ করে দিই। কিন্তু যেখানে আমাদের স্থানীয় সেবা-সুবিধা নেই, যেমন বাংলাদেশ, সেখানে বিশ্ব সংস্করণ ইউটিউব.কম ব্যবহার করা হয়।
‘গুগলের লক্ষ্য আরও বেশি সংখ্যক দেশে স্থানীয় সংস্করণ-সেবা প্রদান করা। সম্প্রতি মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় যেমন আমরা এটা চালু করেছি। কিন্তু ব্যাপারটা খুব সময়সাপেক্ষ। আমাদের আইনকানুন পরীক্ষা করতে হয়, স্থানীয় সেবাপ্রদানকারী সংস্থার সঙ্গে সম্পর্ক তৈরি করতে হয়। শেষ পর্যন্ত, যেখানেই আইন আমাদের অনুমোদন দেবে, সেখানেই আমরা স্থানীয় সংস্করণ নিয়ে হাজির হব।’
তবে আগামী মাস থেকে গুগল বাংলাদেশে তার যাত্রা শুরু করবে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।
গত সোমবার বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আপত্তিকর ভিডিও বন্ধের অনুরোধ জানিয়ে গুগলকে ই-মেইল করা হয়েছে বলে প্রথম আলোয় প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে গুগলের সিঙ্গাপুর ও হংকং দপ্তরে ব্যাপক তৎপরতা শুরু হয়। কিন্তু তারা এ ধরনের কোনো ই-ইমেইল এখনো পায়নি বলে জানা গেছে।