হার্টথ্রব অভিনেতা সালমান খানের বিয়ের গুজব, প্রত্যাখ্যান করলেন সালমানের বাবা
ইলুলিয়া ভেঞ্চুর ও সালমান খানবলিউডের হার্টথ্রব অভিনেতা সালমান খান
রোমানিয়ান টিভি সঞ্চালক এবং অভিনেত্রী ইলুলিয়া ভেঞ্চুরকে বিয়ে করতে যাচ্ছেন
বলে গত কয়েকদিন ধরে মিডিয়ায় গুজব চলছে। তবে এই গুজবকে উড়িয়ে দিয়েছেন
সালমানের বাবা সেলিম খান
।
তিনি বলেন, সালমান খানকে নিয়ে প্রয়াই এ ধরনের গুজব ছাড়ানো হচ্ছে। আসলে ইলুলিয়ার সঙ্গে সালমানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তবে বিয়ের মতো এখনো কিছুই ঘটেনি। চলতি মাসের শুরুর দিকে ইলুলিয়া এবং সালমানের সম্পর্কের খবর চাউর হয়েছিল। বছর দুয়েক আগে বিদেশ সফরে গিয়ে ইলুলিয়ার সঙ্গে সালমানের সাক্ষাৎ হয়। সেই থেকে তারা পরস্পরের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন।
এই মুহূর্তে সালমান পরবর্তী ছবির শুটিংয়ের কাজে ভারতের গোয়ায় অবস্থান করছেন। গুজব উঠেছে, সেখানে তাকে সঙ্গ দিচ্ছেন স্বর্ণকেশী ইলুলিয়া। অনেকটা সময় তারা একসঙ্গেও কাটাচ্ছেন বলে জানা গেছে।
সঙ্গীতা বিজলানি থেকে শুরু করে সোমি আলি, ঐশ্বর্য রাই এবং ক্যাটরিনা কাইফসহ অনেকের সঙ্গেই সম্পর্ক গড়লেও এখনো বিয়ে করতে পারেননি ৪৭ বছর বয়সী সালমান।
।
তিনি বলেন, সালমান খানকে নিয়ে প্রয়াই এ ধরনের গুজব ছাড়ানো হচ্ছে। আসলে ইলুলিয়ার সঙ্গে সালমানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তবে বিয়ের মতো এখনো কিছুই ঘটেনি। চলতি মাসের শুরুর দিকে ইলুলিয়া এবং সালমানের সম্পর্কের খবর চাউর হয়েছিল। বছর দুয়েক আগে বিদেশ সফরে গিয়ে ইলুলিয়ার সঙ্গে সালমানের সাক্ষাৎ হয়। সেই থেকে তারা পরস্পরের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন।
এই মুহূর্তে সালমান পরবর্তী ছবির শুটিংয়ের কাজে ভারতের গোয়ায় অবস্থান করছেন। গুজব উঠেছে, সেখানে তাকে সঙ্গ দিচ্ছেন স্বর্ণকেশী ইলুলিয়া। অনেকটা সময় তারা একসঙ্গেও কাটাচ্ছেন বলে জানা গেছে।
সঙ্গীতা বিজলানি থেকে শুরু করে সোমি আলি, ঐশ্বর্য রাই এবং ক্যাটরিনা কাইফসহ অনেকের সঙ্গেই সম্পর্ক গড়লেও এখনো বিয়ে করতে পারেননি ৪৭ বছর বয়সী সালমান।