লাক্স তারকা রাহা’র আত্মহত্যা
আত্মহত্যা করেছেন লাক্স তারকা রাহা। গতকাল সকাল ৭টায় মোহাম্মদপুরস্থ নিজ
বাসায় গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। নিজ রুম থেকে তার পিতামাতা
লাশ ঝুলন্ত অবস্থায় নিচে নামিয়ে আনেন। দুপুরের আগেই তাকে আজিমপুর কবরস্থানে
দাফন করা হয়। লাক্স তারকা হওয়ার পর একজন অভিনেত্রী হিসেবে রাহা বেশি সাড়া
পেয়েছিলেন ‘উচ্চতর শারীরিক বিজ্ঞান’ নামের একটি নাটকে কাজ
করে। ওই নাটকে তার কণ্ঠে ‘হাতির বাচ্চা’ বলে একটি সংলাপ ছিল। যা দর্শকরা বেশ লুফে নেয়। রাহা অভিনীত অন্যান্য উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে হুমায়ূন আহমেদের ‘জলতরঙ্গ’, নাহিদ আহমেদ পিয়ালের ‘চৈত্র শেষে ভালবাসা’, ‘জেনারেশন ফার্স্ট’ ইত্যাদি। ইফতেখার চৌধুরী পরিচালিত ‘খোঁজ দ্যা সার্চ’ ছবিতেও তিনি অভিনয় করেছিলেন। এছাড়া গ্রামীণফোন, একটেল ও ক্লিয়ার শ্যাম্পু- এ তিনটি বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন তিনি।
করে। ওই নাটকে তার কণ্ঠে ‘হাতির বাচ্চা’ বলে একটি সংলাপ ছিল। যা দর্শকরা বেশ লুফে নেয়। রাহা অভিনীত অন্যান্য উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে হুমায়ূন আহমেদের ‘জলতরঙ্গ’, নাহিদ আহমেদ পিয়ালের ‘চৈত্র শেষে ভালবাসা’, ‘জেনারেশন ফার্স্ট’ ইত্যাদি। ইফতেখার চৌধুরী পরিচালিত ‘খোঁজ দ্যা সার্চ’ ছবিতেও তিনি অভিনয় করেছিলেন। এছাড়া গ্রামীণফোন, একটেল ও ক্লিয়ার শ্যাম্পু- এ তিনটি বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন তিনি।