প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি
দীদার চৌধুরী, শিক্ষক (প্রা.), আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা | তারিখ: ২৪-০৩-২০১৩
হাতি আর শেয়ালের গল্প
প্রিয় শিক্ষার্থীরা, অনেক শুভেচ্ছাসহ আজকের পড়াশোনায় তোমাদের স্বাগত জানাচ্ছি। বাংলা বিষয়ের ওপর আলোচনায় আজ তোমাদের জন্য রয়েছে ‘হাতি আর শেয়ালের গল্প’
। এসো, তাহলে শুরু করা যাক।
প্রশ্ন: সঠিক উত্তরটি উত্তর পড়ে লেখো।
১০। হাতির মেজাজ কেমন ছিল?
(ক) ঠান্ডা (খ)া শান্ত (গ) তিরিক্ষি (ঘ) ভদ্র
উত্তর (গ) তিরিক্ষি
১১. হাতিটা বনে ঢোকার সাথে সাথে কী শুরু হয়ে গেল?
(ক) আনন্দ-উৎসব (খ) কান্নাকাটি (গ) তোলপাড় (ঘ) বৃষ্টি
উত্তর: (গ) তোলপাড়
১২. খুব জোরে গলা ফাটিয়ে কে প্রচণ্ড হুংকার দিল?
(ক) বাঘ (খ) সিংহ (গ) শেয়াল (ঘ) হাতি
উত্তর: (ঘ) হাতি
১৩. মেদিনী কেঁপে উঠেছিল কেন?
(ক) বাঘের গর্জনে (খ) সিংহের গর্জনে
(গ) হাতির হুংকারে (ঘ) শেয়ালের চিৎকারে
উত্তর: (গ) হাতির হুংকারে
১৪। ‘মেদিনী’ শব্দের অর্থ কোনটি?
(ক) আকাশ (খ) ভূপৃষ্ঠ (গ) বাতাস (ঘ) বনাঞ্চল
উত্তর: (খ) ভূপৃষ্ঠ
১৫. অমিত শক্তিধর কে?
(ক) হাতি (খ) সিংহ (গ) বাঘ (ঘ) ভালুক
উত্তর: (খ) সিংহ
১৬. দ্রুত আর ক্ষিপ্রগতিতে কে চলে?
(ক) বানর (খ) শেয়াল (গ) বাঘ (ঘ) সিংহ
উত্তর: (গ) বাঘ
১৭. হাতি কাকে শুঁড়ে জড়িয়ে ছুঁড়ে ফেলে দিল?
(ক) পিঁপাড়েকে (খ) হরিণকে (গ) খরগোশকে (ঘ) বানরকে
উত্তর: (খ) হরিণকে
১৯. কে সব সময় থাবা উঁচিয়ে চলে?
(ক) সিংহ (খ) গন্ডার (গ) বাঘ (ঘ) ভালুক
উত্তর: (গ) বাঘ
২০. ‘বিন্দু সদৃশ’ বলতে কী বোঝায়?
(ক) অনেক বড় (খ) বিন্দুর মতো ছোট
(গ) বিন্দুর চেয়ে বড় (ঘ) সমান্তরাল
উত্তর: (খ) বিন্দুর মতো ছোট।
source:prothom-alo
হাতি আর শেয়ালের গল্প
প্রিয় শিক্ষার্থীরা, অনেক শুভেচ্ছাসহ আজকের পড়াশোনায় তোমাদের স্বাগত জানাচ্ছি। বাংলা বিষয়ের ওপর আলোচনায় আজ তোমাদের জন্য রয়েছে ‘হাতি আর শেয়ালের গল্প’
। এসো, তাহলে শুরু করা যাক।
প্রশ্ন: সঠিক উত্তরটি উত্তর পড়ে লেখো।
১০। হাতির মেজাজ কেমন ছিল?
(ক) ঠান্ডা (খ)া শান্ত (গ) তিরিক্ষি (ঘ) ভদ্র
উত্তর (গ) তিরিক্ষি
১১. হাতিটা বনে ঢোকার সাথে সাথে কী শুরু হয়ে গেল?
(ক) আনন্দ-উৎসব (খ) কান্নাকাটি (গ) তোলপাড় (ঘ) বৃষ্টি
উত্তর: (গ) তোলপাড়
১২. খুব জোরে গলা ফাটিয়ে কে প্রচণ্ড হুংকার দিল?
(ক) বাঘ (খ) সিংহ (গ) শেয়াল (ঘ) হাতি
উত্তর: (ঘ) হাতি
১৩. মেদিনী কেঁপে উঠেছিল কেন?
(ক) বাঘের গর্জনে (খ) সিংহের গর্জনে
(গ) হাতির হুংকারে (ঘ) শেয়ালের চিৎকারে
উত্তর: (গ) হাতির হুংকারে
১৪। ‘মেদিনী’ শব্দের অর্থ কোনটি?
(ক) আকাশ (খ) ভূপৃষ্ঠ (গ) বাতাস (ঘ) বনাঞ্চল
উত্তর: (খ) ভূপৃষ্ঠ
১৫. অমিত শক্তিধর কে?
(ক) হাতি (খ) সিংহ (গ) বাঘ (ঘ) ভালুক
উত্তর: (খ) সিংহ
১৬. দ্রুত আর ক্ষিপ্রগতিতে কে চলে?
(ক) বানর (খ) শেয়াল (গ) বাঘ (ঘ) সিংহ
উত্তর: (গ) বাঘ
১৭. হাতি কাকে শুঁড়ে জড়িয়ে ছুঁড়ে ফেলে দিল?
(ক) পিঁপাড়েকে (খ) হরিণকে (গ) খরগোশকে (ঘ) বানরকে
উত্তর: (খ) হরিণকে
১৯. কে সব সময় থাবা উঁচিয়ে চলে?
(ক) সিংহ (খ) গন্ডার (গ) বাঘ (ঘ) ভালুক
উত্তর: (গ) বাঘ
২০. ‘বিন্দু সদৃশ’ বলতে কী বোঝায়?
(ক) অনেক বড় (খ) বিন্দুর মতো ছোট
(গ) বিন্দুর চেয়ে বড় (ঘ) সমান্তরাল
উত্তর: (খ) বিন্দুর মতো ছোট।
source:prothom-alo