হজের খরচ প্রায় পৌনে তিন লাখ টাকা

বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনের জন্য এবার সর্বনিম্ন ২ লাখ ৭৮ হাজার ৭শ’ বিয়াল্লিশ টাকা ব্যয় হবে বলে জানিয়েছে হজ এজেন্সিস এসোসিয়েশন অব বাংলাদেশ–হাব। এছাড়া কাবা শরীফের কাছে অবস্থানের জন্য বেশি বাড়ি ভাড়াসহ দ্বিতীয় প্যাকেজে খরচ পড়বে ৩ লাখ ৪৫ হাজার টাকা।
রোববার দুপুরে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে হাব সভাপতি মো ইব্রাহিম বাহার দুটি প্যাকেজসহ বিভিন্ন নিয়ম ঘোষণা করেন।

তারা জানান, সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার এবং হাবের ব্যবস্থাপনায় ১ লাখ ১৭ হাজার ১শ’ ৯৮ জন হজ পালনের সুযোগ পাবেন।
কোনো মধ্যস্বত্বভোগীর হাতে টাকা না দিতে অনুরোধ করে হাব সভাপতি জানান, এবছর টাকা জমা দেয়ার সবশেষ তারিখ ৩০ মে।
এসময়, সরকারের কাছে ১০ দফা দাবিও পেশ করেন তারা।

Powered by Blogger.