৬ বাংলাদেশী শিশুকে নিয়ে গেছে বিএসএফ
ফেনীর পরশুরামের বিলোনিয়ার তালুকপাড়া ও বাউরথুমা সীমান্ত এলাকা থেকে
বুধবার দুপুরে ৬ বাংলাদেশী শিশুকে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী
(বিএসএফ) সদস্যরা।
শনিবার সন্ধ্যায় ঘটনার সত্যতা নিশ্চিত করেন ফেনীর দাগনভূঞা জায়লস্কর ১৯ বিজিবি সদর দপ্তরের সি.ই.ও লেঃ কর্ণেল মোঃ সোহরাব হোসেন।
এদিকে ঘটনার তিনদিন পর শনিবার পর্যন্তও ওই ৬ শিশুকে ফেরত দেয়নি বিএসএফ।
জানা যায়, বুধবার দুপুরে ওই ৬শিশু (টোকাই) বিভিন্ন জিনিসপত্র খুঁজতে গিয়ে ভুলে ভারতীয় সীমান্তে চলে গেলে বিএসএফ তাদেরকে আটক করে।
আটককৃত শিশুরা হলো বাউরথুমা গ্রামের হারুনুর রশিদের মেয়ে নাজমা আক্তার (১০), পারুল আক্তারে মেয়ে সালমা আক্তার (১২), আব্দুল করিমের ছেলে নয়ন (৮), শাহ আলমের ছেলে সোহেল (১০), নূর নবীর ছেলে সুমন (১০) ও বড়ুয়ার ছেলে বাবু (৯)।
শনিবার সন্ধ্যায় ঘটনার সত্যতা নিশ্চিত করেন ফেনীর দাগনভূঞা জায়লস্কর ১৯ বিজিবি সদর দপ্তরের সি.ই.ও লেঃ কর্ণেল মোঃ সোহরাব হোসেন।
এদিকে ঘটনার তিনদিন পর শনিবার পর্যন্তও ওই ৬ শিশুকে ফেরত দেয়নি বিএসএফ।
জানা যায়, বুধবার দুপুরে ওই ৬শিশু (টোকাই) বিভিন্ন জিনিসপত্র খুঁজতে গিয়ে ভুলে ভারতীয় সীমান্তে চলে গেলে বিএসএফ তাদেরকে আটক করে।
আটককৃত শিশুরা হলো বাউরথুমা গ্রামের হারুনুর রশিদের মেয়ে নাজমা আক্তার (১০), পারুল আক্তারে মেয়ে সালমা আক্তার (১২), আব্দুল করিমের ছেলে নয়ন (৮), শাহ আলমের ছেলে সোহেল (১০), নূর নবীর ছেলে সুমন (১০) ও বড়ুয়ার ছেলে বাবু (৯)।