ডান্ডা বেরি একদিন আপনাদেরও পড়তে হবে

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ‘আর চোখের পানি ফেলবো না, এবার প্রতিরোধ গড়ে তুলবো। সারাদেশ অচল করে দেবো। আগামীকাল ঘোষণা আসবে কর্মসূচির। আগে বলতাম নিরপেক্ষ নির্বাচন চাই, আজ বলছি পদত্যাগ করতে হবে। বগুড়ার মাটিঢালায় আজ রবিবার এক শোক সমাবেশে তিনি এসব কথা বলেন।খালেদা জিয়া বলেন, ‘জেলখানায় জায়গা নেই
। বিএনপি-জামায়াত নেতাদের ডান্ডা বেরি পরানো হচ্ছে।’ এই ডান্ডা বেরি একদিন আপনাদেরও পড়তে হবে।
গত ৩ মার্চ বগুড়ায় আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে সেনাবাহিনীর প্রশংসা করে খালেদা জিয়া বলেন, যেদেশের সেনাবাহিনী বিদেশে শান্তিরক্ষা মিশনে কাজ করে। সেদেশে এখন অশান্তি। যেদেশে শান্তি নাই, সে দেশের সেনাবাহিনী কিভাবে বিদেশে শান্তিরক্ষায় কাজ করবে। চিন্তার বিষয়। আশাকরি যথাসময়ে সেনাবাহিনী দায়িত্বপালন করবে।
তিনি আরো বলেন, ‘শোক দিবসে আমরা শোক পালন করি। আর আওয়ামী লীগ মানুষ খুন করে। এই সরকার রক্তপিপাসু, রক্তচোষা, রক্তের হলি খেলায় মত্ত হয়েছে।’
৩ মার্চ বগুড়ায় পুলিশের গুলিতে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।

,
Powered by Blogger.