‘লাভ দ্য প্রফেট ডে’, অবমাননাকর চলচ্চিত্রের বিরুদ্ধে অভিনেত্রীর মামলা

পাকিস্তানে আজ পালিত হচ্ছে ‘লাভ দ্য প্রফেট ডে’ বা মহানবী হযরত মোহাম্মদ (সা.)-এর প্রতি ভালবাসা দিবস। এ জন্য সেখানে জাতীয় ছুটি ঘোষণা করা হয়েছে। মহানবী (সা.)-কে নিয়ে কটাক্ষমূলক চলচ্চিত্র ও ফ্রান্সে ব্যঙ্গচিত্রের প্রতিবাদে সরকার এ ব্যবস্থা নিয়েছে। এ বিষয়ে মন্ত্রিপরিষদের বৈঠক হয়। সেখানে প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফ দেশবাসীর প্রতি ওই ছবির প্রতিবাদে শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ
নেয়ার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী জানিয়েছেন এরইমধ্যে তিনি তথ্য ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়কে ইউটিউব বন্ধ করার নির্দেশ দিয়েছেন। ওদিকে প্যারিসের গ্রান্ড মসজিদে মুসলমানদের বিক্ষোভে নিষেধাজ্ঞা দিয়েছে পুলিশ। আগামীকাল সেখানে একই ঘটনায় বিক্ষোভ হওয়ার কথা। গতকালও সেখানে বিক্ষোভ হয়েছে। এ সময় নিরাপত্তার প্রয়োজনে কূটনৈতিক পল্লীসহ রাজধানীর বিভিন্ন এলাকায় সেনা তলব করতে হয়। ওদিকে মহানবী হযরত মোহাম্মদ (সা.)-কে কটাক্ষ করে নির্মিত চলচ্চিত্রের নির্মাতার বিরুদ্ধে মামলা করেছেন ওই ছবির অভিনেত্রী সিন্ডি লি গারসিয়া (৫৫)। শুধু নির্মাতা নাকৌলা বাসিলে নাকৌলার বিরুদ্ধে নয়, তিনি মামলা করেছেন গুগল ও ইউটিউবের বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে তিনি ক্ষতিপূরণের পাশাপাশি ওই ছবি নিষিদ্ধ করারও দাবি করেছেন। মহানবী (সা.)-কে নিয়ে কটাক্ষ করায় ওই ছবির অন্যতম নায়িকা আনা গুরজি (২১)-ও এবার মুখ খুলেছেন। সিন্ডির পাশাপাশি তিনিও বলেছেন, নির্মাতা তাদের সঙ্গে প্রতারণা করেছে। সে তাদেরকে ২০০০ বছর আগের মরুর জীবন নিয়ে প্রামাণ্যচিত্র ‘ডেজার্ট ওয়ারিয়র্স’ নির্মাণের কথা বলেছিল। তাদের দিয়ে এ রকম ছবি করিয়ে তাতে পরে তাদের কণ্ঠ ডাবিং করে সংলাপ পাল্টিয়ে দেয়া হয়েছে। এর মাধ্যমে নির্মাতা মহানবী (সা.)-কে অবমাননা করেছে। আনা বলেন, এতে তার সুনাম নষ্ট হয়েছে। তিনি বলেন, আমাকে ওই ছবিতে জর্জ নামে এক ব্যক্তির অল্প বয়সী স্ত্রীর ভূমিকায় অভিনয় করার কথা বলা হয়। কিন্তু পরে জর্জের নাম পাল্টে মোহাম্মদ করা হয়েছে। শুধু সিন্ডি বা আনাই নন, ওই ছবিতে যে ৮০ জন অংশ নিয়েছেন তারা নাম উল্লেখ না করে সিএনএনের কাছে একটি বিবৃতিতে নির্মাতার এমন কাজের নিন্দা জানিয়েছেন। সবার বক্তব্য, তাদের সঙ্গে প্রতারণা করে মহানবীকে নাকৌলা অবমাননা করেছে। ওদিকে ওদিকে প্যারিসের মসজিদে প্রতিবাদ নিষিদ্ধ করা হয়েছে। মহানবী (সা.)কে নিয়ে ফ্রান্সের যে ম্যাগাজিনে ব্যঙ্গচিত্র প্রকাশিত হয়েছে তার সম্পাদককে সশস্ত্র নিরাপত্তা প্রহরী দেয়া হয়েছে। অভিনেত্রী সিন্ডি লি গারসিয়ার পক্ষে নির্মাতার বিরুদ্ধে মামলা করেন তার আইনজীবী এম. ক্রিস আরমেন্টা। তিনি এ ছবির বিষয়ে আজ লস অ্যানজেলেসের আদালতে একটি ইনজাংকশন চেয়ে আবেদন করবেন। ওই মামলায় গুগল, ইউটিউব ও নির্মাতা নাকৌলার বিরুদ্ধে অনির্দিষ্ট পরিমাণের ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। তবে গুগল, ইউটিউব বা নাকৌলার পক্ষ থেকে এখনও এ বিষয়ে কোন মন্তব্য করা হয়নি। ওদিকে মহানবী হযরত মোহাম্মদ (সা.)কে কটাক্ষ করে নির্মিত ছবি ‘ইনোসেন্স অব মুসলিমস’ নিয়ে মধ্যপ্রাচ্যসহ সারা মুসলিম বিশ্বে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। এতে কমপক্ষে ৩০ জনের প্রাণহানি ঘটেছে। এর প্রেক্ষিতে বাংলাদেশ, সৌদি আরব, লিবিয়া, মিশর, ইন্দোনেশিয়া, পাকিস্তান, ভারতসহ বিভিন্ন দেশে ইউটিউব বন্ধ করে দেয়া হয়েছে। এ ছবি নির্মাণে প্রতারণার আশ্রয় নেয়ার কথা প্রথম সিন্ডি লি গারসিয়া প্রকাশ করলেও পরে অন্য অভিনেতা ও অভিনেত্রীরা তা নিয়ে মুখ খোলা শুরু করেছেন। তারা সবাই বলেছেন, স্যাম বাসিলে (নাকৌলা) তাদের কখনও বলেনি যে এটা মুসলিম বিদ্বেষী। এরই মধ্যে সিন্ডি লি গারসিয়া বলেছেন, ওই ছবিতে অভিনয়ের কারণে তাকে কেটে টুকরো টুকরো করে হত্যা করার হুমকি দেয়া হচ্ছে। তিনি পালিয়ে রয়েছেন। একই অবস্থা অন্যতম নায়িকা আনা গুরজি (২১)র। তিনিও পালিয়ে আছেন। বলেছেন, ওই ছবিতে অভিনয়ের কারণে আমার মানহানি হয়েছে। আমি ঘুমাতে পারি না। ঘুমের ওষুধ খেতে হয়। আমি সারা দিন কাঁদি। আমি প্রতারিত হয়েছি। ওই ছবিতে আমার মুখে কুলুপ আঁটা। এখন আমি নিজেকে ঘরে বন্দি করে রেখেছি। ওদিকে ওই ছবির সঙ্গে সংশ্লিষ্টরা সিএনএনের কাছে যে বিবৃতি পাঠিয়েছে তাতে বলা হয়েছে- ওই পুনর্লিখন করা হয়েছে। এতে আমরা মর্মাহত। এর মাধ্যমে যে মর্মান্তিক ঘটনা ঘটে গেছে তার জন্য আমরা গভীরভাবে দুঃখিত। ওদিকে নাকৌলা বাসিলে নাকৌলা ওরফে স্যাম বাসিলেকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে।
কে এই নির্মাতা: এ ছবির নির্মাতা মিশরীয় বংশোদ্ভূত কপটিক খ্রিষ্টান। তার বসবাস যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। এর আগে মাদক ব্যবসার দায়ে সে অভিযুক্ত। গত বছর জুনে সে জেল থেকে মুক্তি পেয়েছে। তারপর মহানবী (সা.)কে নিয়ে অবমাননাকর ওই ছবি নির্মাণে হাত দেয়। এ ছবির সঙ্গে জড়িতরা কপটিক খ্রিস্টান। তাদের আরেকজন স্টিভ ক্লেইন। সে হেমেট নামের সংস্থার সেলসম্যান। সে এ ছবির স্ক্রিপ্ট কনসালটেন্ট।

Powered by Blogger.