প্রেমিকার সঙ্গে অভিমানে নিজের ‘পুরুষাঙ্গ’ কর্তন!
প্রেমিকার সঙ্গে মান-অভিমান হতেই পারে। তাই বলে এত অভিমান! নিজের
পুরুষাঙ্গ কর্তন!‘অভিমানে’র এমনই বিচিত্র ঘটনাটি তাইওয়ানের ঝিলং শহরের।
ব্যক্তিটির নাম প্রকাশ না করে
‘আমেরিকান লিভ্যয়রে’র খবরে বলা হয়েছে, কিছুদিন আগে মাতাল প্রেমিক ‘পুরুষ’টির সঙ্গে তার প্রেমিকার বড় ধরণের ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে লোকটি ছুরি দিয়ে নিজের ‘পুরুষাঙ্গ’ কেটে ফেলেন! ‘এটি’ কেটে তিনি ওয়াশ রুমের কমোডের ভেতর ফেলে দেন। প্রচুর রক্তক্ষরণ হতে থাকলে তিনি কান্নাকাটি শুরু করেন। পরে লোকটির প্রেমিকা তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যান।
ঘটনাটি ঘটেছিল চলতি বছরের মে মাসে। ঐ ব্যক্তিটি মারা যাওয়ার কারণে নতুন করে খবরটি সংবাদমাধ্যমে এসেছে।
ব্যক্তিটির নাম প্রকাশ না করে
‘আমেরিকান লিভ্যয়রে’র খবরে বলা হয়েছে, কিছুদিন আগে মাতাল প্রেমিক ‘পুরুষ’টির সঙ্গে তার প্রেমিকার বড় ধরণের ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে লোকটি ছুরি দিয়ে নিজের ‘পুরুষাঙ্গ’ কেটে ফেলেন! ‘এটি’ কেটে তিনি ওয়াশ রুমের কমোডের ভেতর ফেলে দেন। প্রচুর রক্তক্ষরণ হতে থাকলে তিনি কান্নাকাটি শুরু করেন। পরে লোকটির প্রেমিকা তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যান।
ঘটনাটি ঘটেছিল চলতি বছরের মে মাসে। ঐ ব্যক্তিটি মারা যাওয়ার কারণে নতুন করে খবরটি সংবাদমাধ্যমে এসেছে।