আদালতের মাধ্যমে কারো রাজনীতি বন্ধ করা ঠিক নয় : রফিক-উল হক
রাজনীতিকে রাজনীতি দিয়েই মোকাবেলা করতে
হবে, আমরা চাই না আদালত দিয়ে কারো রাজনৈতিক তথা সাংবিধানিক অধিকার খর্ব
করা হোক। শুক্রবার রাত ৮টায় ৭১ টিভির লাইভ টকশোতে প্রবীণ আইনজীবী
ব্যারিস্টার রফিক-উল হক একথা বলেন।
তিনি বলেন, রাজনৈতিক দলগুলো একে অপরকে
রাজনীতির মাধ্যমেই মোকাবেলা করবে
। এসব ক্ষেত্রে আদালতকে না নিয়ে এসে
জনগণের হাতে ছেড়ে দেওয়া উচিত। জনগণই নির্বাচনের মাধ্যমেই ঠিক করবে তারা
কারে গ্রহণ বা বর্জন করবে।
রফিক-উল হক আরো বলেন, জামায়াতের নিবন্ধন
বাতিলের বিষয়ে ৩ জনের মধ্যমে ১ জন বিচারক ভিন্নমত দিয়েছেন। তাছাড়া বিষয়টি
আপিল বিভাগে বিচারাধীন থাকায় একজন সিনিয়র আইনজীবী হিসেবে মন্তব্য করা
সমীচীন মনে করছি না।