প্রকাশ্য রাস্তায় ছেলের সামনে স্ত্রীর গলা কেটে খুন

পাটনার আলমগঞ্জ এলাকা। এখানেই ভাড়া বাড়িতে সস্ত্রীক থাকত মতিউল্লাহ খান। মদ্যপ অবস্থায় প্রায়ই স্ত্রীকে মারধর করত সে। অত্যাচার সহ্য করতে না পেরে শেষে চার ছেলেমেয়েকে নিয়ে বাপের বাড়ি চলে যান স্ত্রী রুবি।

বুধবার স্ত্রীকে ডেকে পাঠায় মতিউল্লাহ। বলে,পাটনা ডেন্টাল কলেজের উল্টোদিকের সরু গলিতে দেখা করতে। এক ছেলের হাত ধরে সেখানে যান রুবি। অভিযোগ,
গলির মধ্যেই রুবির উপর ধারাল ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়ে মতিউল্লাহ। আঘাত করে গলায়। সেখানেই মারা যান রুবি।

বউকে খুন করে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় মতিউল্লাহ। উত্তরপ্রদেশের বালিয়ায় নিজের গ্রামে পালিয়ে গিয়েছিল সে। বালিয়ার গাই ঘাটে একটি বাস থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ।

যেখানে রুবিকে খুন করা হয় সেখানে নমুনা সংগ্রহ করেছে ফরেনসিক বিশেষজ্ঞরা। কাছেই ড্রেনের মধ্যে মিলেছে খুন করার অস্ত্র সেই ছুরিটিও।

অভিযুক্ত মতিউল্লাহ এখন কারাগারে। পেশায় বাস কন্ডাকটর ৩৫ বছরের এই যুবকের যাতে কড়া শাস্তি হয় সেদিকে খেয়াল রাখা হবে বলে জানিয়েছেন তদন্তকারী অফিসাররা।

,
Powered by Blogger.