বিয়েতে খরচ ১ কোটি ৫৫ লাখ ৭৫ হাজার টাকা- কুকুরের জন্য ব্যয় ৯ লাখ টাকা

বিয়েতে মনের মতো করে খরচ করার ইচ্ছা সব বর-কনেরই থাকে। বিয়ের কেনাকাটা, অনুষ্ঠান সব কিছুতেই যেন একটু বাড়াবাড়ি করতেই পছন্দ করেন সবাই। ব্রিটেনের চ্যানেল ফোরের জনপ্রিয় উপস্থাপক ড্যানিয়েল হিল ও লুইস হ্যারি জুটি সম্প্রতি তাদের বিয়েতে ইচ্ছের সব রং মাখিয়ে খরচ করেছেন। তিন দিনের বিয়ের অনুষ্ঠানে খরচ করেছেন ১ কোটি ৫৫ লাখ ৭৫ হাজার টাকা। তবে তাদের
বিয়ের উৎসবে ব্যয়ের একটি উল্লেখযোগ্য অংশ ব্যতিক্রমী খাতে ব্যয় হয়েছে। পোষা প্রাণীপ্রিয় লুইস হ্যারি শিকারি কুকুরের সাজসজ্জা খাতেই ব্যয় করেছেন ৯ লাখ ৬০ হাজার টাকা।  নিজেদের পোশাকের মতো পোশাক পরিয়েছেন তাদের। হিলের শুভ্র সাদা রংয়ের থ্রি পিসের মতো দামি কাপড় কুকুরের গায়ে জড়িয়ে দিয়েছেন। হ্যারিও কম যাননি। তার কোটের কাপড়ের মতো একই কাপড়ের পোশাক বানিয়ে দিয়েছেন কুকুরের জন্য। পোশাকগুলো তাদের ভালোই মানিয়েছে। তাদের জন্য বিশেষ কেকজাতীয় খাবারের ব্যবস্থা করেছেন। তাদের কোলে নিয়ে ছবিতে পোজ দিয়েছেন। হিল ও হ্যারি দম্পতির প্রিয় কুকুরগুলোর নাম লোলা, লুলু, লারি ও ললি। লুইস হ্যারি বলেন, আমাদের আনন্দের দিনে কুকুরগুলোকেও আনন্দ দিতে পেরে আমরা গর্বিত। তাদের চাহিদার সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করেছি আমরা।

, ,
Powered by Blogger.