খান নিয়ে উত্তেজনায় শাকিব

খান নিয়ে উত্তেজনার শেষ নেই শাকিবের। চলচ্চিত্রে আসার পর থেকেই নানাভাবে নামের এ টাইটেলটিকে লালন করেছেন তিনি। ‘নাম্বার ওয়ান শাকিব খান’ এবং ‘কিং খান’ ছবির নামকরণেও এ টাইটেল ব্যবহার করেছেন তিনি। আসছে ঈদে আবারও নামকরণে আসছে খান। ছবির নাম ‘মাই নেম ইজ খান’। বর্তমানে খান নিয়ে চলছে তার বাড়তি উত্তেজনা। এ প্রসঙ্গে মালয়েশিয়া থেকে শাকিব
খান জানিয়েছেন, আসলে ছবির গল্পই খানকে কেন্দ্র করে। আর তাই এ খান দিয়েই ছবির নামকরণ করা হয়েছে। ‘নাম্বার ওয়ান শাকিব খান’ ছবির মতো ‘মাই নেম ইজ খান’ ছবিটিও সর্বাধিক ব্যবসা-সফল ছবি হবে বলে আমি মনে করি। অনন্য পিকচার্সের ব্যানারে ‘মাই নেম ইজ খান’ ছবিটি প্রযোজনা করেছেন আহমেদ চৌধুরী শাওন। বদিউল আলম খোকনের পরিচালনায় ছবিতে শাকিব খানের নায়িকা অপু বিশ্বাস। ছবিতে আরও অভিনয় করেছেন নূতন, মিশা সওদাগরসহ অনেকে। শাকিব খান আরও বলেন, ছবির বিশেষত্ব হলো প্রযোজকের উদার মানসিকতা এবং পরিচালকের তা যথার্থ ব্যবহার। ভাল-সুন্দর একটি গল্প রয়েছে ছবিতে। গল্প অনুযায়ী দেশ ও দেশের বাইরের চমকপ্রদ সব লোকেশন, থাই একাধিক শিল্পী, লিমুজিন, ফেরারিসহ বাহারি এবং দামি গাড়ির ব্যবহার ছবিটিকে আরও বেশি সমৃদ্ধ করেছে। একই সঙ্গে আমার ও অপু জুটির অর্ধশত ছবির মধ্যে এ ছবিতে আমাদের অন্যভাবে দেখবে দর্শক, যা পোস্টার, ব্যানার ও ট্রেলরেই ইতিমধ্যেই জেনেছেন তারা। ছবিটি দর্শক লুফে নেবেন বলে আমার বিশ্বাস। এদিকে শাকিব খান অভিনীত একই সঙ্গে মুক্তি পাচ্ছে ‘ভালোবাসা আজকাল’ ছবিটি। এ ছবিতে শাকিব খানের নায়িকা মাহি। এ ছবি প্রসঙ্গে শাকিব খান বলেন, ছবিটি সুন্দর রোমান্টিক গল্প নিয়ে নির্মিত। এছাড়া বিশ্বস্ত সূত্রে পাওয়া খবর অনুযায়ী, এ পর্যন্ত ‘ভালোবাসা আজকাল’ ছবিটি ৭০টি প্রেক্ষাগৃহে মুক্তি চূড়ান্ত হয়েছে। অন্যদিকে ‘মাই নেম ইজ খান’ ছবিটি চূড়ান্ত হয়েছে ৮২টি প্রেক্ষাগৃহে। সব মিলিয়েই বলা যায়, শাকিব খান অভিনীত ছবি ঈদে মোট প্রায় দেড়শ’ প্রেক্ষাগৃহে প্রদর্শন এবং তার মধ্যে বিগ বাজেটের ‘মাই নেম ইজ খান’ ছবিটি সর্বাধিক প্রেক্ষাগৃহে শুভ মুক্তির বিষয় নিয়ে বেশ উত্তেজনায় আছেন শাকিব খান।

,
Powered by Blogger.