গত ৫ মে শাপলা চত্বরে নিহতদের তালিকা দিয়েছে অধিকার
গত ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে গভীর রাতে যৌথ বাহিনীর অভিযানে নিহতদের
তালিকা দিয়েছে বেসরকারি মানবাধিকার সংস্থা অধিকার। শুক্রবার সংস্থাটি এক
বিবৃতিতে এ কথা জানায়।
বিবৃতিতে জানানো হয়, সংস্থার সেক্রেটারি আদিলুর রহমান খানকে গ্রেপ্তারের পর সরকারের গোয়েন্দা বাহিনী ভিকটিমদের ওপর নজরদারি বাড়িয়েছে।
এ প্রেক্ষাপটে নিহত ৬১ জনের তালিকাটি জাতিসংঘের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধের স্পেশাল র্যাপোর্টার, হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, এশিয়ান হিউম্যান রাইটস কমিশন এবং আইন ও সালিশ কেন্দ্রকে ১৬ আগস্ট তালিকা পাঠানো হয়েছে।
এদিকে আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সুলতানা কামাল বলেন, ‘অধিকার তাদের রিপোর্ট দিয়েছে কিনা আমি তা এখনও জানি না। কারণ আমি এখন সিলেটে অবস্থান করছি। আগামী রোববার অফিস খুললে তা জানাতে পারবো।’বাংলামেইল
বিবৃতিতে জানানো হয়, সংস্থার সেক্রেটারি আদিলুর রহমান খানকে গ্রেপ্তারের পর সরকারের গোয়েন্দা বাহিনী ভিকটিমদের ওপর নজরদারি বাড়িয়েছে।
এ প্রেক্ষাপটে নিহত ৬১ জনের তালিকাটি জাতিসংঘের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধের স্পেশাল র্যাপোর্টার, হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, এশিয়ান হিউম্যান রাইটস কমিশন এবং আইন ও সালিশ কেন্দ্রকে ১৬ আগস্ট তালিকা পাঠানো হয়েছে।
এদিকে আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সুলতানা কামাল বলেন, ‘অধিকার তাদের রিপোর্ট দিয়েছে কিনা আমি তা এখনও জানি না। কারণ আমি এখন সিলেটে অবস্থান করছি। আগামী রোববার অফিস খুললে তা জানাতে পারবো।’বাংলামেইল