গ্রামীণ ব্যাংক নিয়ে শেখ হাসিনাকে যুক্তরাষ্ট্রের ৩২ সিনেটরের চিঠি

গ্রামীণ ব্যাংকের অখণ্ডতা বজায় রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন যুক্তরাষ্ট্রের ৩২ জন সিনেটর। তারা বলেছেন, সরকারের নিয়োগ করা কমিশন যে পরিবর্তনের প্রস্তাব করেছেন, সেটা হবে অত্যন্ত ‘ভয়াবহ’। হাউস অব রিপ্রেজেনটেটিভের ৩২ জন সিনেটরের চিঠিটি বুধবার প্রধানমন্ত্রী
শেখ হাসিনাকে দেয়া হয়েছে বলে পিটিআই জানিয়েছে।
চিঠিতে তারা লাখ লাখ দরিদ্র জনগোষ্ঠীকে দারিদ্র্যের কবল থেকে মুক্ত করার জন্য নোবেলজয়ী অধ্যাপক ইউনূসের ভূয়সী প্রশংসা করেছেন। সেই সঙ্গে তারা বলেছেন, সরকারের নিয়োগ করা কমিশনের পরামর্শ বাস্তবায়িত হলে ৫০ লাখ ঋণগ্রহীতা অংশীদারের অধিকার ক্ষুণ্ন হবে এবং বোর্ড অব ডিরেক্টরস থেকে ঋণগ্রহীতাদের বঞ্চিত করা হবে।
সেখানে নিয়োগ দেয়া হবে সরকারি কর্মকর্তাদের। ফলে ব্যাংকের অধিকাংশ শেয়ার চলে যাবে সরকারের হাতে। ২০১১ সালের মে মাসে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইউনূসকে বহিষ্কারের পর সরকারের নির্দেশে এ কমিশন গঠন করা হয়। কমিশনের চূড়ান্ত রিপোর্ট অবশ্য এখনো প্রকাশ করা হয়নি-নিউজ ইভেন্ট

,
Powered by Blogger.