বিয়ে না করেও স্বামী পেলেন কলেজছাত্রী

কলেজ ছাত্রী। বিয়ে হয়নি। অথচ পেয়ে গেলেন স্বামী। নেত্রকোনার মোহনগঞ্জ পৌরসভার বাসিন্দার কপালে হয়ত লেখা ছিল এমনটিই।
তবে তা বাস্তবে নয়। জানা যায়, জাতীয় পরিচয়পত্রে মেয়েটির মাতার নাম খাদিজা আক্তার ঠিকই লেখা হয়েছে। শুধু বাবার নামের স্থলে লেখা হয়েছে স্বামী মাহরির আলম। অথচ এ নামে এলাকায় তাদের কোনো পরিচিত জন পর্যন্ত নেই। কলেজছাত্রী  জানান, সম্প্রতি ভোটার আইডি কার্ড প্রণয়নের আগে ভোটার প্রণয়ন ফরমে বাবা ও মায়ের নামই লিখে দিয়েছেন। কিন্তু কিভাবে কি কারণে বাবার নামের জায়গায় স্বামীর নাম আসল তা নিয়ে তিনি পড়েছেন খুবই বিব্রতকর অবস্থায়। এ ব্যাপারে মোহনগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা সজল চন্দ্র সরকার  জানান, কম্পিউটার অপারেটরের কারণে এ ভুলটি হয়েছে। ভুলের সত্যতা পেয়ে বিষয়টি সংশোধনের জন্য জাতীয় নিবন্ধন অনুবিভাগে সুপারিশপত্র পাঠানোর প্রস্তুতি নেয়া হয়েছে।

,
Powered by Blogger.