পরকীয়ার জেরে স্ত্রীর হাতে স্বামী খুন
৪৩ বছরের ধনপাল সিং সস্ত্রীক থাকতেন দিল্লির গোকুলপুরি এলাকায়। অভিযোগ,এক অল্প বয়সী তরুণীর সঙ্গ প্রণয়-সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন ধনপাল। তাই নিয়ে স্ত্রীর সঙ্গে মাঝে
মাঝেই ঝগড়া হত।
গত ৪ জুলাই দুজনের মধ্যে চরম ঝগড়া হয়। এরপর স্ত্রী উত্তম দেবীকে ধনপাল সিং বেধড়ক মারেন বলে অভিযোগ। এবং, পরকীয়া সম্পর্ক নিয়ে বচসা করলে স্ত্রীকে প্রাণভয়ের হুমকিও দেন।
প্রতিশোধ নেবেন বলে তৈরি হন স্ত্রী উত্তম দেবীও। ষড়যন্ত্র করেন ভাই আর কয়েক জনের সঙ্গে। সেই মতো মঙ্গলবার সকালে বাড়ির একতলার ঘরে টেনে নিয়ে যান ধনপাল সিংকে। এরপর দেওয়ালে বারবার মাথা ঠুকে দেওয়া হয়। তারপর রক্তাক্ত ধনপালকে শ্বাসরোধ করে খুন করা হয়।
খুনের পর রক্তমাখা জামাকাপড় পরে নিজেই থানায় যান উত্তম দেবী। অপরাধ কবুল করে আত্মসমর্পণ করেন। তাঁর সঙ্গে ঘটনাস্থলে এসে পুলিশ মৃতদেহ উদ্ধার করে। সেটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত স্ত্রী এবং তাঁর সঙ্গীদের।
মাঝেই ঝগড়া হত।
গত ৪ জুলাই দুজনের মধ্যে চরম ঝগড়া হয়। এরপর স্ত্রী উত্তম দেবীকে ধনপাল সিং বেধড়ক মারেন বলে অভিযোগ। এবং, পরকীয়া সম্পর্ক নিয়ে বচসা করলে স্ত্রীকে প্রাণভয়ের হুমকিও দেন।
প্রতিশোধ নেবেন বলে তৈরি হন স্ত্রী উত্তম দেবীও। ষড়যন্ত্র করেন ভাই আর কয়েক জনের সঙ্গে। সেই মতো মঙ্গলবার সকালে বাড়ির একতলার ঘরে টেনে নিয়ে যান ধনপাল সিংকে। এরপর দেওয়ালে বারবার মাথা ঠুকে দেওয়া হয়। তারপর রক্তাক্ত ধনপালকে শ্বাসরোধ করে খুন করা হয়।
খুনের পর রক্তমাখা জামাকাপড় পরে নিজেই থানায় যান উত্তম দেবী। অপরাধ কবুল করে আত্মসমর্পণ করেন। তাঁর সঙ্গে ঘটনাস্থলে এসে পুলিশ মৃতদেহ উদ্ধার করে। সেটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত স্ত্রী এবং তাঁর সঙ্গীদের।