ফেসবুকে যোগ হচ্ছে খবর, বাদ যাচ্ছে সেক্স অ্যাড
জনপ্রিয়
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এবার যোগ হচ্ছে খবর আর বাদ যাচ্ছে সেক্স
অ্যাড ও আপত্তিকর সব পেজ৷ বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে
আসামাজিক সব বিজ্ঞাপনে ছেয়ে গিয়েছিলো৷ মানে ফেসবুকিং করতে বসে অনেকেই পড়েন
এক বিব্রতকর পরিস্থিতিতে৷ সবার সঙ্গে বসে ফেসবুকে ছবি দেখাতে গিয়ে কিংবা
নিজের প্রোফাইল দেখাতে গিয়ে লজ্জায় প্রায়শই পড়তে হয় লজ্জায়৷ এর কারণ হচ্ছে
ফেসবুকে চোখ ঢেকে দেওয়া সেইসব আপত্তিকর বিজ্ঞাপন৷ কিন্তু বিষয়টা শুরুতে
তেমন একটা না ভাবলেও পরে ব্যাপরটা নিয়ে বিস্তর অভিযোগ আসার পরই টনক নড়েছে
ফেসবুক কর্তৃপক্ষের৷
এবার ফেসবুকের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, ফেসবুক থেকে আপত্তিকর সব বিজ্ঞাপন সরিয়ে দেওয়া হবে৷ এর জন্য ফেসবুকের ক্ষতি হবে বিস্তর৷ কিন্তু মালিক মার্ক জুকারবার্গ কিছুতেই চান না ফেসবুকের ব্যবহারকারীদের কোনও অসুবিধা হয়, তাই মালিকের ইচ্ছাতে শীঘ্রই সরছে সব আপত্তিকর বিজ্ঞাপন৷
এদিকে আপত্তিকর সব বিজ্ঞাপন সরিয়ে দিলেও এখন থেকেই ফেসবুক ব্যবহারকারীরা পাবেন ফেসবুকেই পাবেন খবর৷ এবার গুগলের পথ অনুসারী হতে চলেছে ফেসবুক৷ শুধুমাত্র সোশ্যাল নেটওয়ার্কিং সাইট হিসাবে নয় খবর জানানোর মাধ্যম হিসাবে নিজেদের গড়ে তুলতে বদ্ধপরিকর ফেসবুক কর্তৃপক্ষ৷
জানা গেছে, এখন গুগলের মত ফেসবুকেও থাকবে বিভিন্ন খবরের বিবিধ লিংক৷ মোবাইলের জন্য তৈরি এই অ্যাপলিকেশন অনেকটা ফ্লিপবোর্ডের মত৷ যেখানে একটার পর একটা খবর ভেসে আসবে৷ (সূত্র : ওয়েবসাইট)
এবার ফেসবুকের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, ফেসবুক থেকে আপত্তিকর সব বিজ্ঞাপন সরিয়ে দেওয়া হবে৷ এর জন্য ফেসবুকের ক্ষতি হবে বিস্তর৷ কিন্তু মালিক মার্ক জুকারবার্গ কিছুতেই চান না ফেসবুকের ব্যবহারকারীদের কোনও অসুবিধা হয়, তাই মালিকের ইচ্ছাতে শীঘ্রই সরছে সব আপত্তিকর বিজ্ঞাপন৷
এদিকে আপত্তিকর সব বিজ্ঞাপন সরিয়ে দিলেও এখন থেকেই ফেসবুক ব্যবহারকারীরা পাবেন ফেসবুকেই পাবেন খবর৷ এবার গুগলের পথ অনুসারী হতে চলেছে ফেসবুক৷ শুধুমাত্র সোশ্যাল নেটওয়ার্কিং সাইট হিসাবে নয় খবর জানানোর মাধ্যম হিসাবে নিজেদের গড়ে তুলতে বদ্ধপরিকর ফেসবুক কর্তৃপক্ষ৷
জানা গেছে, এখন গুগলের মত ফেসবুকেও থাকবে বিভিন্ন খবরের বিবিধ লিংক৷ মোবাইলের জন্য তৈরি এই অ্যাপলিকেশন অনেকটা ফ্লিপবোর্ডের মত৷ যেখানে একটার পর একটা খবর ভেসে আসবে৷ (সূত্র : ওয়েবসাইট)