ময়মনসিংহ শহরের চলছে যুবক যুবতীর খেলা, মূল হোতা প্রাণ গোপাল সাহা !

ময়মনসিংহ শহরের গাঙ্গিনারপাড় সাহা ষ্টুডিওর দু’তলায় কফি কর্ণার নামে সব ধরনের অপরাধমূলক কাজ চলছে। সূত্র জানায় : প্রাণ গোপাল সাহা স্বত্ত্বাধিকারী এই কফি কর্ণারে যৌন চেতনার ট্যাবলেট, দামী মদ ব্যবহারের প্রতিযোগিতা
চলে। আর এর পিছনে রয়েছে, যুবক/ যুবতীদের দিয়ে দেহ ব্যবসা। সুন্দর রূপসী বধুদিয়ে প্রাণ গোপালের এ ব্যবসা আজ জমজমাট হয়ে উঠছে। দু’তলা কফি কর্ণারে  তিন তলায় যৌন চেতনার মিনি পার্ক বা যৌন পতিতালয়। মনে হয় দেখার কেউ নেই অথচ শহরে প্রাণ কেন্দ্রস্থল গাঙ্গিনারপাড় ব্যস্ত বিপনী এলাকায় কফি কর্ণারের এসব কর্মকান্ড রমজান মাসেও পুরোদমে চলছে। এলাকার ব্যবসায়ী মহল কফি কর্ণারের অপকর্মে প্রতিবাদ করতেও সাহস পায় না। কারণ শহরে উঠতি বয়সী শতাধিক যুবকদের ক্রাইম সেন্টার হিসাবে কফি কর্ণার খুব পরিচিত, শুধু তাই নয়  অপরাধীদের নিরব আস্তানা হিসাবে কেউ কথা বলতে সাহস পায় না। মূল বিষয়টি জেলা গোয়েন্দা পুলিশের জরুরী হস্তপে কামনা করছেন সচেতন মহল। তারা প্রাণ গোপাল সহ তারা সহযোগিতাদের গ্রেফতারের দাবী জানান।

,
Powered by Blogger.