ছেলের বাড়ির ছাদে শিকলবন্দি ৯৩ বছরের বাবা
ছাদে জলের ট্যাঙ্ক। তার নীচে এক চিলতে জায়গা।
সেখানেই হাঁটু মুড়ে বসে ৯৩ বছরের বৃদ্ধ। চেন দিয়ে বাঁধা। পাশে ছেঁড়া মাদুর
আর খালি প্লেট। এভাবেই দিন কাটে ব্যাঙ্গালোরের ওই বৃদ্ধের। তার নিজের ছেলের
বাড়িতে।
বৃদ্ধের ছেলের বাড়ি ব্যাঙ্গালোরের একটি নিম্নবিত্ত এলাকায়। সেখানেই বাবাকে এভাবে রেখে দেয় সে। কিন্তু কেন? ছেলের কথায়,তার বাবার ডায়রিয়া হয়। মাঝে মাঝেই নোংরা করে ফেলে বাড়ি-ঘর। তাই এই পন্থা। কিন্তু অন্য কথা তার স্ত্রীর গলায়। কল্পনা নামে ওই গৃহবধূর বক্তব্য,তাঁর শ্বশুরমশাই কদিন আগে একবার তাঁর আর এক ছেলের বাড়িতে সিঁড়ি দিয়ে নামার সময় পড়ে যান। তাই এখন এই বৃদ্ধকে চেন দিয়ে বেঁধে রাখা হয়।
সকালে স্নান করে তুলে দেওয়া হয় ছাদে। দিনভর সেখানেই দেওয়া হয় তিনবার খাবার। রাতে শোয়ার সময় নামিয়ে আনা হয় বৃদ্ধকে।
প্রতিবেশীদের কাছে খবর পেয়ে পুলিশ উদ্ধার করে বৃদ্ধকে। ভর্তি করা হয় হাসপাতালে। পুলিশ জানিয়েছে বৃদ্ধের ছেলের বিরুদ্ধে মামলা রুজু করা হতে পারে।
বৃদ্ধের ছেলের বাড়ি ব্যাঙ্গালোরের একটি নিম্নবিত্ত এলাকায়। সেখানেই বাবাকে এভাবে রেখে দেয় সে। কিন্তু কেন? ছেলের কথায়,তার বাবার ডায়রিয়া হয়। মাঝে মাঝেই নোংরা করে ফেলে বাড়ি-ঘর। তাই এই পন্থা। কিন্তু অন্য কথা তার স্ত্রীর গলায়। কল্পনা নামে ওই গৃহবধূর বক্তব্য,তাঁর শ্বশুরমশাই কদিন আগে একবার তাঁর আর এক ছেলের বাড়িতে সিঁড়ি দিয়ে নামার সময় পড়ে যান। তাই এখন এই বৃদ্ধকে চেন দিয়ে বেঁধে রাখা হয়।
সকালে স্নান করে তুলে দেওয়া হয় ছাদে। দিনভর সেখানেই দেওয়া হয় তিনবার খাবার। রাতে শোয়ার সময় নামিয়ে আনা হয় বৃদ্ধকে।
প্রতিবেশীদের কাছে খবর পেয়ে পুলিশ উদ্ধার করে বৃদ্ধকে। ভর্তি করা হয় হাসপাতালে। পুলিশ জানিয়েছে বৃদ্ধের ছেলের বিরুদ্ধে মামলা রুজু করা হতে পারে।