মেয়েকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে খুন আত্মঘাতী মা

বাড়ির দরজা ভিতর থেকে বন্ধ। বাড়ির কর্তা এসে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে। শেষে দরজা ভাঙতে হল। খুলে স্তম্ভিত বাড়ির কর্তা। দেখলেন,পড়ে আছে তিনটি মৃতদেহ। স্ত্রী এবং দুই সন্তানের। এই ঘটনা দিল্লির মন্দওয়ালি এলাকার।

মৃতার নাম সরিতা। তাঁর ৬ বছরের মেয়ের নাম পারিহার এবং শিশুপুত্রের নাম রুদ্রাক্ষ। আগামী সপ্তাহেই শিশুটির এক বছর পূর্ণ হওয়ার কথা ছিল।

পুলিশ জানিয়েছে,দুই সন্তানের মা ওই মহিলা ছেলে এবং মেয়েকে খুন করে নিজে আত্মহত্যা করেছেন। প্রাথমিক তদন্তের পর পুলিশের ধারনা,প্রথমে ছ বছরের মেয়েকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে খুন করেন মহিলা। তারপর ১১ মাসের ছেলেকে বালতির জলে চুবিয়ে হত্যা করেন। তারপর নিজে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন।

বাড়ি থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। পুরো ঘটনার তদন্ত করছে পুলিশ। দুই সন্তানকে খুন করে ওই মহিলা কেন এই চরম সিদ্ধান্ত নিলেন সেটা জানার চেষ্টা করছে পুলিশ। জেরা করা হবে আত্মঘাতীর স্বামীকেও। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে পারিবারিক বিবাদ এই ঘটনার পিছনে মূল কারণ। আত্মহত্যার আগের দিনও নাকি স্বামী দেবেন্দ্র যাদবের সঙ্গে তীব্র ঝগড়া হয় সরিতার।

,
Powered by Blogger.