প্রতারণার দায়ে গ্রেফতার জাতীয় পুরস্কার জয়ী অভিনেত্রী ও তাঁর পুরুষবন্ধু

এক  দক্ষিণী অভিনেত্রীকে প্রতারণার দায়ে গ্রেফতার করল পুলিশ। ধৃতার নাম লীনা মারিয়া পল। ২৫ বছরের এই তরুণীর পুরুষ বন্ধুকেও গ্রেফতার করেছে পুলিশ। দিল্লির একটি ফার্ম হাউসে লুকিয়ে ছিলেন
দুজনে।

অভিযুক্ত প্রতারকদের ধরতে যুগ্মভাবে অভিযান চালায় দিল্লি পুলিশ এবং চেন্নাই ক্রাইম ব্রাঞ্চ। অভিনেত্রী লীনা এবং তাঁর বন্ধু বালাজির বিরুদ্ধে চেন্নাইয়ে অভিযোগ দায়ের করা হয়েছে। দুজনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০,১২০ বি এবং ৪০৬ ধারায় মামলা রুজু করা হয়েছে।

ধৃত লীনা দক্ষিণে অভিনয় দুনিয়ায় পরিচিত নাম। তাঁর অভিনীত সিনেমার মধ্যে আছে জাতীয় পুরস্কার জয়ী রেড চিলিজ। যেখানে নায়ক ছিলেন মোহনলাল। এছাড়াও তিনি কাজ করেছেন Madras Cafe, Husbands in Goa এবং Cobra-তে। এরমধ্যে Madras Cafe-তে নায়ক ছিলেন জন আব্রাহাম।

লীনা এবং তাঁর বন্ধু বালাজি ওরফে চন্দ্রশেখরের কাছ থেকে আটক করা হয়েছে আগ্নেয়াস্ত্র। যেগুলো হরিয়ানা এবং জম্মু থেকে কেনা হয়েছে। আগ্নেয়াস্ত্রগুলোর ক্ষেত্রে all India licence নেওয়া হয়েছে। পাশাপাশি পাওয়া গেছে ৯ টি দামী গাড়ি এবং ৮১ টি বহুমূল্য হাতঘড়ি।

পুলিশ জানিয়েছে লীনা এবং বালাজি গত ১২ মে দিল্লির ফার্ম হাউজে এসে আত্মগোপন করেন। তাঁদের tenant verification form খতিয়ে দেখছে পুলিশ।

Powered by Blogger.