ওবামার জামার কলারে লিপস্টিকের দাগ
বারাক হুসেন ওবামার শার্টের কলারে লিপস্টিকের লাল দাগ। এবং সেইসঙ্গে আরও একবার সামনে এল মার্কিন প্রেসিডেন্টের প্রবল রসবোধ।
হোয়াইট হাউজে ওবামা উপস্থিত ছিলেন Asian American Pacific Islanders
বা AAP-র রিসেপশন। সেখানে ৩০০ জন আমন্ত্রিতের মধ্যে ছিলেন বেশ কয়েকজন নামী ইন্দো আমেরিকান নাগরিকও। একঘর লোকের সামনে নিজের কলারে লিপস্টিকের দাগের রহস্য ভেদ করলেন হোস্ট ওবামা।
বলেন, কলারে লিপস্টিকের দাগ আসলে একটুকরো উষ্ণতার স্পর্শ। তাঁর কথায় হাসির রোল ওঠে। কিন্তু এটা কার কাজ? স্পষ্ট করলেন ওবামাই। বললেন,এই কাজ তাঁর আত্মীয়া জেসিকা স্যাঞ্চেজ। তিনি আবার American Idol-এর একাদশ তম সেশনের রানার আপ।
কিছুক্ষণ পরে ওবামাই বলে ওঠেন,জেসিকাও নন। আসল অপরাধী তাঁর কাকিমা। মঞ্চে দাঁড়িয়ে তাঁকেই ডাকতে থাকেন ওবামা। জোর করে দেখাতে থাকেন কলারের দাগ। সঙ্গে সঙ্গে ঘরে ফের একবার হাসির তুফান।
কিন্তু তাঁর কলারে লিপস্টিকের দাগে ওবামা-ঘরনী কী বলবেন? মার্কিন প্রেসিডেন্ট জানালেন,আরে!মিশেলের সঙ্গে দাম্পত্য কলহ এড়াতেই তো 'অপরাধীকে' এত ডাকাডাকি করছেন তিনি!
সত্যি! যিনি সাম্রাজ্য-শাসন করেন তিনি কি আর রসিকতা করেন না?অন্যান্য রাজনীতিকরা কি কোনওদিন এরকম সেন্স অফ হিউমারের অধিকারী হতে পারবেন?
হোয়াইট হাউজে ওবামা উপস্থিত ছিলেন Asian American Pacific Islanders
বা AAP-র রিসেপশন। সেখানে ৩০০ জন আমন্ত্রিতের মধ্যে ছিলেন বেশ কয়েকজন নামী ইন্দো আমেরিকান নাগরিকও। একঘর লোকের সামনে নিজের কলারে লিপস্টিকের দাগের রহস্য ভেদ করলেন হোস্ট ওবামা।
বলেন, কলারে লিপস্টিকের দাগ আসলে একটুকরো উষ্ণতার স্পর্শ। তাঁর কথায় হাসির রোল ওঠে। কিন্তু এটা কার কাজ? স্পষ্ট করলেন ওবামাই। বললেন,এই কাজ তাঁর আত্মীয়া জেসিকা স্যাঞ্চেজ। তিনি আবার American Idol-এর একাদশ তম সেশনের রানার আপ।
কিছুক্ষণ পরে ওবামাই বলে ওঠেন,জেসিকাও নন। আসল অপরাধী তাঁর কাকিমা। মঞ্চে দাঁড়িয়ে তাঁকেই ডাকতে থাকেন ওবামা। জোর করে দেখাতে থাকেন কলারের দাগ। সঙ্গে সঙ্গে ঘরে ফের একবার হাসির তুফান।
কিন্তু তাঁর কলারে লিপস্টিকের দাগে ওবামা-ঘরনী কী বলবেন? মার্কিন প্রেসিডেন্ট জানালেন,আরে!মিশেলের সঙ্গে দাম্পত্য কলহ এড়াতেই তো 'অপরাধীকে' এত ডাকাডাকি করছেন তিনি!
সত্যি! যিনি সাম্রাজ্য-শাসন করেন তিনি কি আর রসিকতা করেন না?অন্যান্য রাজনীতিকরা কি কোনওদিন এরকম সেন্স অফ হিউমারের অধিকারী হতে পারবেন?