‘তোমার বাবার পরিচয় কি? মার কাছে গিয়ে জিজ্ঞেস করো’-শামসুল হক

মন্ত্রীসহ শাসক দল আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের সমালোচনার পর সংসদে সরকারি দলের তোপের মুখে পড়তে হয়েছে বিএনপির জোট শরিক বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থকে।
সোমবার সংসদে অধিবেশনে
বাজেট নিয়ে আলোচনায় মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত, আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ, সাবেক মন্ত্রী সৈয়দ আবুল হোসেন, প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের সমালোচনা করেন পার্থ।
এরপর আওয়ামী লীগের সংসদ সদস্য শামসুল হক চৌধুরী বিজেপি চেয়ারম্যানের বাবা নাজিউর রহমান মঞ্জুরের ‘দুর্নীতির’ প্রসঙ্গ তুলে আনেন।
এইচ এম এরশাদের সরকারে মন্ত্রী ছিলেন নাজিউর, ছিলেন ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র। জাতীয় পার্টির মহাসচিবও ছিলেন তিনি।
পরে মঞ্জুর জাতীয় পার্টি থেকে বেরিয়ে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) নামে একটি দল গঠন করেন। তার মৃত্যুর পর ওই দলের চেয়ারম্যান হন পার্থ।
পার্থ ‘বাবার নামে চলে’ মন্তব্য করে শামসুল হক বলেন, “তোমার বাবার পরিচয় কী? তোমার মার কাছে গিয়ে জিজ্ঞাস করো, তোমার বাবার আয় ইনকাম কী ছিলো?
“লাখ টাকার স্যুট পরো! কার টাকায় তুমি ব্যারিস্টারি পড়েছো? এখানে এসে সুরঞ্জিত বাবু আর নানক সাহেবকে নিয়ে কথা বলো! এরশাদ সাহেব এখানে থাকলে ভালো হতো। উনার হাসি পেতো।”

,
Powered by Blogger.