'আউট সোর্সিংয়ে বছরে আয় ২ কোটি ডলার'

বাংলাদেশের তরুণ প্রজন্ম আউট সোর্সিংয়ের মাধ্যমে বছরে দুই কোটি ডলার আয় করছে বলে জানিয়েছেন তথ্য প্রযুক্তি ও যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম খান।
 
শনিবার সকালে নারায়ণগঞ্জের জিয়া হল মিলনায়তনে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন ও ‘লার্নিং এন্ড আর্নিং’ শিরোনামে এক আউট সোর্সিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সচিব একথা বলেন বলে জানিয়েছে সরকারি বার্তাসংস্থা বাসস।
 
সরকারের লক্ষ্য বছরে ১০ কোটি  ডলার আয়- একথা জানিয়ে সচিব বলেন, "এজন্য আমরা জেলায়-জেলায় নানা ধরণের প্রশিক্ষণের ব্যবস্থা করছি। এর মধ্যেই প্রশিক্ষণ শুরু হয়ে গেছে। ইউনিয়ন পর্যায় পর্যন্ত ফাইবার অপটিক ক্যাবল বসানোর পরিকল্পনা নেয়া হচ্ছে।"
 
তিনি জানান, আউট সোর্সিংয়ের মাধ্যমে বাংলাদেশের যারা আয় করছে তাদের মাত্র ছয়ভাগ নারী।
 
আউট সোর্সিংয়ে নারীদের অংশগ্রহণ বাড়াতে ‘একটি পরিবার একজন নারী’ প্রকল্পের পরিকল্পনা প্রক্রিয়াধীন বলে জানান নজরুল ইসলাম। তিনি বলেন, ইন্টারনে সংযোগের গতি বাড়ানোরও উদ্যোগ নেয়া হয়েছে।
 
জেলা পরিষদের ডাক বাংলোতে শুরু হওয়া পাঁচ দিনব্যাপী এ আউট সোর্সিং বিষয়ক প্রশিক্ষণে জেলার বিভিন্ন উপজেলা থেকে ৭০ জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন।
source: samakal

Powered by Blogger.