নিজের সোনার অঙ্গে রোদ লাগাচ্ছেন ক্যাটরিনা
মাখন মসৃণ ত্বক, টিকালো নাক, দুধে-আলতা রং এই নিয়েই তো আমরা চিনি সুন্দরের প্রতিমূর্তি Katrina Kaif-কে। Salman Khan থেকে হালে Ranbir Kapoor তাঁর প্রেমে
পাগল তাবড় বলিউডি নায়ক। তো এহেন ক্যাটরিনাই এখন চাইছেন একটু কালো হতে, না, ঠিক কালো নয় একটু ট্যানড হতে। চমকে উঠছেন তো? তাহলে খোলসা করেই বলি।
সামনেই আসতে চলেছে দুটি বিগ বাজেট ছবি - 'Dhoom 3' আর 'Bang Bang'। দুটি ছবিতেই বেহ্স কিছু অ্যাকশন দৃশ্যে দেখা যাবে ক্যাটরিনাকে। অ্যাকশন হিরোদের মতৈ বেশ কিছু স্টান্ট পারফর্ম করবেন তিনি। তো ফর্সা টুকটুকে চেহারা নিয়ে কি আর অ্যাকশন করা মানায়? একটু পোড়া রং না হলে কি আর স্টান্ট-ওম্যান হিসেবে বিশ্বাসযোগ্য হয়?
এই কারণেই এখন থাই বিচে সময় কাটাচ্ছেন তিনি। মানে ওই সোনার অঙ্গে একটু রোদ লাগিয়ে ট্যানড হচ্ছেন তিনি। কাজেই তাঁর প্রফেশনাল কমিটমেন্ট নিয়ে কোনও কথা হবে না। রং পুড়িয়ে বিচ-বেব হয়ে উঠছেন তিনি। অপেক্ষা শুধু এখন অ্যাকশন হিরো ক্যাটরিনার জন্য।
পাগল তাবড় বলিউডি নায়ক। তো এহেন ক্যাটরিনাই এখন চাইছেন একটু কালো হতে, না, ঠিক কালো নয় একটু ট্যানড হতে। চমকে উঠছেন তো? তাহলে খোলসা করেই বলি।
সামনেই আসতে চলেছে দুটি বিগ বাজেট ছবি - 'Dhoom 3' আর 'Bang Bang'। দুটি ছবিতেই বেহ্স কিছু অ্যাকশন দৃশ্যে দেখা যাবে ক্যাটরিনাকে। অ্যাকশন হিরোদের মতৈ বেশ কিছু স্টান্ট পারফর্ম করবেন তিনি। তো ফর্সা টুকটুকে চেহারা নিয়ে কি আর অ্যাকশন করা মানায়? একটু পোড়া রং না হলে কি আর স্টান্ট-ওম্যান হিসেবে বিশ্বাসযোগ্য হয়?
এই কারণেই এখন থাই বিচে সময় কাটাচ্ছেন তিনি। মানে ওই সোনার অঙ্গে একটু রোদ লাগিয়ে ট্যানড হচ্ছেন তিনি। কাজেই তাঁর প্রফেশনাল কমিটমেন্ট নিয়ে কোনও কথা হবে না। রং পুড়িয়ে বিচ-বেব হয়ে উঠছেন তিনি। অপেক্ষা শুধু এখন অ্যাকশন হিরো ক্যাটরিনার জন্য।