মলদ্বারে সোনার খনি !

সন্দেহ হওয়াতে শুল্ক দফতর থেকে তাঁকে আটকানো হল। কিন্তু সন্দেহজনক কিছুই মিলল না দেহ তল্লাশিতে। তবু দূর হল না সন্দেহ। শেষে করা হল এক্স রে। তাতেই সবার চক্ষু চড়কগাছ। ধরা পড়ল ওই ব্যক্তির শরীরে লুকিয়ে রাখা আছে সোনা। একটু আধটু নয়। পুরো ১ কেজি সোনা। কোথায়? ব্যক্তির মলদ্বারে।এ যেন মলদ্বারে সোনার খনি।
তাকে সোনা পাচার করার দায়ে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তর নাম কার্টার সিং। পাঞ্জাবের এই বাসিন্দা নিজের মলদ্বারে ছটি সোনার বার লুকিয়ে রেখেছিল। ধরা পড়ার আগে শুল্ক দফতরের সঙ্গে তার বচসাও হয়।
ইদানীং কলকাতা বিমানবন্দর থেকে বেশ কয়েকবার সোনা পাচার আটাকানো হয়েছে। পশ্চিম এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বহু দেশ থেকে কলকাতা মারফত দুবাই,ব্যাংকক-সহ বিভিন্ন জায়গায় সোনা পাচার করার চেষ্টা করা হয়।