এবার পিয়া বিপাশা আপন দুলাভাইয়ের প্রেমে মসগুল
ভিট তারকা আশা ও মডেল পিয়া বিপাশা আপন দুই বোন। দ্বিতীয়বারের মতো এই জনির রচনা ও বি ইউ শুভর পরিচালনায় আগামী ঈদের জন্য নির্মিত খণ্ড নাটক ‘সময়ের গল্প অসময়ের স্বপ্ন’তে তারা দুই বোন আবারও একসঙ্গে অভিনয় করলেন। এ নাটকে তারা দু’জন জনপ্রিয় নাট্যাভিনেতা অপূর্বের বিপরীতে অভিনয় করেছেন। ভিট তারকা আশা অভিনয় করেছেন রাকিবের (অপূর্ব) স্ত্রী রিপা চরিত্রে। অন্যদিকে আশার ছোট বোন পিয়া বিপাশা অভিনয় করেছেন রাকিবের প্রেমিকা রিমির চরিত্রে। গত ২৯ ও ৩০শে মে কক্সবাজারের মনোরম লোকেশনে আদনান প্রযোজিত এ নাটকটির শুটিং শেষ হয়েছে।
দুই বোন একসঙ্গে একই নাটকে অভিনয় করলেন। মোহাম্মদ মেহেদী হাসান


