আজ থেকে বাংলাদেশে আবার ইউটিউব

চালু হয়েছে ইউটিউব। আট মাস পর এই জনপ্রিয় ভিডিও শেয়ারিং ওয়েবসাইটের উপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সরকার। ইসলাম ও হযরত মোহাম্মদকে (স.) নিয়ে নির্মিত
চলচ্চিত্র ইনোসেন্স অব মুসলিমসের ভিডিও ছড়িয়ে পড়ার পর সংঘাত ঠেকাতে বন্ধ করা হয়েছিল এ ওয়েবসাইটটি। ‘ইনোসেন্স অব মুসলিমস’র ভিডিও প্রকাশের পর বাংলাদেশসহ বিভিন্ন দেশে বিক্ষুব্ধ মুসলমানরা সংঘাতে জড়িয়ে পড়েন। বাংলাদেশেও বিভিন্ন মসজিদ থেকে ছড়িয়ে পড়ে ব্যপক বিক্ষোভ। গত বছর ২৩ জুন যুক্তরাষ্ট্রে মুক্তি পায় এ চলচ্চিত্রটি। পরিস্থিতি মোবাবিলায় ২০১২ সালের সেপ্টেম্বর মাসে এ ওয়েবসাইটটি বন্ধ করে সরকার। আজ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের পক্ষ থেকে ইউটিউব খোলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। কমিশনের চেয়ারম্যান সুনীল কান্তি বোস জানান, ইউটিউব থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) গুলোকে মৌখিক ও ই-মেইলের মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হচ্ছে বলেও জানান তিনি। বিকেলেই ইউটিউবের ওয়েবসাইটে প্রবেশ করা গেছে। ইতোমধ্যে বিপুল ব্যবহারকারি ইউটিউবে ভিডিও দেখা ও শেয়ারের পাশাপাশি ডাউনলোড শুরু করেছেন। আইআইজি প্রতিষ্ঠান ফাইবার অ্যাট হোমের কর্মকর্তা (সিএসও-চিফ স্ট্রাট্রেজিক অফিসার) আহমেদ সাবির জানান, বিকালে বিটিআরসির নির্দেশনা পেয়ে ইউটিউব খুলে দেয়া হয়েছে।

,
Powered by Blogger.