অন্তর্বাস পরিহিত প্লাস্টিকের ম্যানিকুইনের জন্য বাড়ছে ধর্ষণ?
অন্তর্বাস পরিহিত প্লাস্টিকের mannequin।
সারি সারি দাঁড় করানো দোকানে। আর সেসব দেখেই নাকি বাড়ছে ধর্ষণের ইচ্ছে। এই
নিরীহ পুতুলগুলোই নাকি দেশজুড়ে যৌন অপরাধ বাড়ানোর পিছনে অন্যতম এক কারণ।
এরকমই মনে করছে বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন। ফলে BMC সম্মিলিতভাবে
ঠিক করেছে দোকানে দোকানে নিষিদ্ধ করা হবে প্লাস্টিকের mannequin। বিশেষ করে অন্তর্বাস পরা পুতুল।
মুম্বইয়ের BJP corporator রীতু তাওয়াড়ে মনে করেন, স্বল্পবাসের এই পুতুলগুলো আসলে দূষিত করে দেয় কিশোর মন। তাই ওগুলো না থাকাই মঙ্গল। সেইসঙ্গে ভাবা হচ্ছে যাতে সবরকম গণমাধ্যম থেকে তুলে নেওয়া যায় অন্তর্বাসের বিজ্ঞাপন।
কর্পোরেশনের এই প্রস্তাব হাস্যকর লাগছে বেশিরভাগ মুম্বইবাসীর কাছে। বিজ্ঞাপন গুরু অ্যালেক পদমসির কথায়, বিজ্ঞাপনের উপর নয় কোপ পড়ল। কিন্তু ইন্টারনেটের মাধ্যমে যে যৌনতা ছড়ায় সেগুলো কী করে বন্ধ করা হবে? পারা যাবে সেগুলো বন্ধ করতে?
ঠিক করেছে দোকানে দোকানে নিষিদ্ধ করা হবে প্লাস্টিকের mannequin। বিশেষ করে অন্তর্বাস পরা পুতুল।
মুম্বইয়ের BJP corporator রীতু তাওয়াড়ে মনে করেন, স্বল্পবাসের এই পুতুলগুলো আসলে দূষিত করে দেয় কিশোর মন। তাই ওগুলো না থাকাই মঙ্গল। সেইসঙ্গে ভাবা হচ্ছে যাতে সবরকম গণমাধ্যম থেকে তুলে নেওয়া যায় অন্তর্বাসের বিজ্ঞাপন।
কর্পোরেশনের এই প্রস্তাব হাস্যকর লাগছে বেশিরভাগ মুম্বইবাসীর কাছে। বিজ্ঞাপন গুরু অ্যালেক পদমসির কথায়, বিজ্ঞাপনের উপর নয় কোপ পড়ল। কিন্তু ইন্টারনেটের মাধ্যমে যে যৌনতা ছড়ায় সেগুলো কী করে বন্ধ করা হবে? পারা যাবে সেগুলো বন্ধ করতে?