আত্মহত্যা করতে চেয়েছিলেন আশরাফুল!


আশরাফুল ফেঁসে গিয়েছেন, যে চক্রে তিনি প্রবেশ করেছিলেন তা থেকে বের না হতে পারায় অসহায় হয়ে পড়েছিলেন।  আইসিসির দূর্নীতি দমন কমিশনের (আকসু) কাছে দেয়া বক্তব্যে এসব কথাই নাকি বলেছেন আশরাফুল।
এমনটাই শোনা যাচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির এক কর্মকর্তা বলেন, ‘এই চক্র থেকে বের হতে না পারার হতাশায় আশরাফুল আত্মহত্যাও করতে চেয়েছিল। নিশ্চিত থাকুন ফিক্সিংয়ে কেবল ও একাই জড়িত না। কারও একার পক্ষে ম্যাচ পাতানো সম্ভবও না।’
আশরাফুলের পরিবারের সাথে যোগাযোগ করে জানা যায়, তারা এখনও বিশ্বাস করে পারছেন না। আশরাফুলের বাবা সাংবাদিকদের জানান, বয়স অল্পের কারনেই হয়তো আকসুর কর্মকর্তাদের সাথে এলোমেলো কথা বলেছেন।
জানা গেছে, আশরাফুল তার নিজস্ব রেস্টুরেন্টে নিয়মিত বসছেন। স্থানীয় মসজিদের সভাপতির দায়িত্বও পালন করছেন।

,
Powered by Blogger.