ফ্রিজ থেকে এক তরুণীর মৃতদেহ উদ্ধার

ফেলার কন্টেইনার থেকে উদ্ধার করা হয়।
স্থানীয় পুলিশ এ তথ্য দিয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা আইএএনএস। তদন্ত কর্মকর্তারা ধারণা করছেন, ২ দিন আগে ওই তরুণীর মৃত্যু হয়েছে। মৃতদেহের বিভিন্ন অংশে গভীর ক্ষত, কাটা ও আঘাতের চিহ্ন রয়েছে। ওই তরুণীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়ে থাকতে পারে বলে সন্দেহ করছেন কর্মকর্তারা। ফ্রিজটি শক্ত টেপ দিয়ে বেঁধে একটি হালকা আবর্জনার ট্রাকে উঠিয়ে দেয় অজ্ঞাত ৩ ব্যক্তি। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, এ ঘটনার পরপরই তারা সেখান থেকে উধাও হয়ে যায়। পুলিশ অপরাধ তদন্তে একটি কমিটি গঠন করেছে ও সন্দেহভাজনদের ধরতে তল্লাশি অব্যাহত রয়েছে। ওই তরুণীকে আহত করার ফলে তার মৃত্যু হয়ে থাকলে ও দোষী সাব্যস্ত হলে, সন্দেহভাজনদের সর্বোচ্চ ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।