ভক্তের সঙ্গে পালালেন সেলেনা!


গায়িকা সেলেনা গমেজ পাপারাজ্জিদের হাত থেকে বাঁচতে চারজন মেয়ে ভক্তের সঙ্গে গাড়িতে উঠে পালিয়েছেন! খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।
‘কন্টাক্টমিউজিক’ জানিয়েছে, সম্প্রতি
এয়ারপোর্ট থেকে বাড়ি ফেরার সময় একদল ফটোগ্রাফারের কবলে পড়েন সেলেনা। তখন এদের হাত থেকে বাঁচতে চারজন নারী ভক্তের সঙ্গে একটি গাড়িতে করে পালিয়ে যান তিনি।
সেলেনা বলেন, “আমি একসঙ্গে প্রায় ১২ জন পাপারাজ্জির কবলে পড়েছিলাম। তারা এয়ারপোর্টে ছিল। আমি আমার মাথা নিচু করে রেখেছিলাম কারণ এদের খুব একটা পছন্দ করি না আমি। সেখানে আমার চারজন ভক্তও ছিলেন, তাই আমি যখন গাড়িতে উঠি তখন সেই চারজন মেয়েকে গাড়িতে আমার চারপাশে বসিয়ে বেরিয়ে যাই।”

Powered by Blogger.