জাপানি প্রধানমন্ত্রীর বাসভবনে ভূত!

ক্ষমতায় আসার পাঁচ মাস পূর্ণ হলেও অদ্ভুত এক সমস্যার কারণে নিজের সরকারি বাসভবনে উঠতে পারছেন না জাপানের
প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। মূলত ভূতের ভয়েই নাকি তিনি ওই বাড়িতে উঠতে পারছেন না।
তবে দেশটির সরকারি কর্মকর্তারা
এই ভৌতিক কোনো বিষয় সম্পর্কে তারা কিছু জানেন না বলে জানিয়েছেন।
জানা যায়, বাড়িটির করিডোরে এর আগে একটি হত্যাকাণ্ড ঘটেছিল।ঠিক সেই জায়গাতেই রহস্যময় ভৌতিক আলাপন শোনা গেছে বলে গুজব রয়েছে।
এ বিষয়ে দেশটির বিরোধী দলীয় এক আইন প্রণেতা জানান, সরকার গত শক্রবার বাড়িটির এই ভৌতিক বিষয় নিয়ে একটি আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে। বিবৃতিতে তারা ভূত দেখার বিষয়ে কিছু জানেন না বলে জানায়।
এদিকে সরকার বিষয়টি অস্বীকার করলেও অ্যাবে ঠিক কেনো বাড়িটিতে উঠতে দেরি করছেন এ বিষয়ে মুখ খোলেননি।
উল্লেখ্য, জাপানি প্রধানমন্ত্রীর এই বাসভবনটিতে ভূতের কথা শোনা যায় সংক্রান্ত গুজব অবশ্য আগে থেকেই ছিলো। ইতিহাস ঘাটলে দেখা যায় এটি তৈরি হয়েছিল ১৯২৯ সালে। এর আগে ঠিক এই জায়গাটিতেই একটি সেনা বিদ্রোহ সংগঠিত হয়েছিল। এছাড়া এই বাড়িতেই ১৯৩২ সালে জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী তিসুয়োশি ইনুকাই খুন হয়েছিলেন।

Powered by Blogger.