ছাত্রীদের পবিত্র করার নামে ধর্ষণ-গ্রেপ্তার হল প্রতিষ্ঠানের কর্ণধার
নিজের ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীদের যৌন হেনস্থা করার অভিযোগে
গ্রেপ্তার হল প্রতিষ্ঠানের কর্ণধার ও মৌলবি দার্ভিশ গুলজার আহমেদ ভাট।
জম্মু ও কাশ্মীর পুলিশ জানিয়েছে, বুধগাম জেলার খানসাহিব এলাকায় ৪২ বছর বয়সী
নামকরা মৌলবীর বিরুদ্ধে ছাত্রীদের ধর্ষণ ও
যৌন হেনস্থা করার অভিযোগ রয়েছে। এলাকায় তাঁকে সায়েদ গুলজার নামেই পরিচিত। বিশেষ করে মহিলাদের ধর্মীয় পাঠ শেখাতে নিজেই একটি প্রতিষ্ঠান খোলে সে। এছাড়া লোকাল টিভিতে ও সংবাদপত্রে এই প্রতিষ্ঠানের বিজ্ঞাপনও দেওয়া হয়। সেই বিজ্ঞাপন দেখে প্রায় ৫০০জন ছাত্রী সেই প্রতিষ্ঠানে পড়তে যেতেন।
প্রথমে কেউ মুখ খুলতে চাননি কোনও ছাত্রী। তবে অন্যায়ের প্রতিবাদ করতে এগিয়ে আসেন এক ছাত্রী। পর পর চার জন ছাত্রী অভিযুক্ত মৌলবীর নামে অভিযোগ জানায়। তাঁদের অভিযোগ, ভগবানের অন্য রূপ বলে নিজেকে জাহির করত সায়েদ গুলজার। সেই সুযোগে প্রতিষ্ঠানেরই ছাত্রীদের পবিত্র করার নামে যৌন হেনস্তা করত।
যৌন হেনস্থা করার অভিযোগ রয়েছে। এলাকায় তাঁকে সায়েদ গুলজার নামেই পরিচিত। বিশেষ করে মহিলাদের ধর্মীয় পাঠ শেখাতে নিজেই একটি প্রতিষ্ঠান খোলে সে। এছাড়া লোকাল টিভিতে ও সংবাদপত্রে এই প্রতিষ্ঠানের বিজ্ঞাপনও দেওয়া হয়। সেই বিজ্ঞাপন দেখে প্রায় ৫০০জন ছাত্রী সেই প্রতিষ্ঠানে পড়তে যেতেন।
প্রথমে কেউ মুখ খুলতে চাননি কোনও ছাত্রী। তবে অন্যায়ের প্রতিবাদ করতে এগিয়ে আসেন এক ছাত্রী। পর পর চার জন ছাত্রী অভিযুক্ত মৌলবীর নামে অভিযোগ জানায়। তাঁদের অভিযোগ, ভগবানের অন্য রূপ বলে নিজেকে জাহির করত সায়েদ গুলজার। সেই সুযোগে প্রতিষ্ঠানেরই ছাত্রীদের পবিত্র করার নামে যৌন হেনস্তা করত।