দু দিন নিজেদের ডেরায় আটকে রেখে এক আদিবাসী মহিলাকে গণধর্ষণ করল দুষ্কৃতীরা
করেছে পুলিস। তাঁকে চিকিত্সার জন্য মালদা মেডিক্যাল কলেজ
হাসপাতালাতে ভর্তি করা হয়েছে। সোমবার রাতে গ্রামের পুকুড় পাড় থেকে ওই
মহিলাকে অপহরণ করে একদল দুস্কৃতী। মহিলার পরিবারের তরফে পুলিসে অপহরণের
অভিযোগ দায়ের করা
হয়।
মালদার গাজোলে টানা দু দিন নিজেদের ডেরায় আটকে রেখে এক আদিবাসী মহিলাকে গণধর্ষণ করল দুষ্কৃতীরা। মঙ্গলবার রাতে ওই মহিলাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার
তদন্তে নেমে মঙ্গবার রাতে দুস্কৃতীদের ডেরা থেকে ওই মহিলাকে উদ্ধার করে পুলিস হ্যালো-টুডে ডটকম প্রতিনিধিকে জানিয়েছেন। পুলিসের প্রাথমিক অনুমান ছয় জন দুষ্কৃতী ওই মহিলাকে অপহরণ করে। খোকা হাসদাঁ নামে এক দুস্কৃতীকে পুলিস গ্রেফতার করেছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। কেন ওই মহিলাকে অপহরণ করা হল তাও তদন্ত করে দেখছে পুলিস।
হয়।
মালদার গাজোলে টানা দু দিন নিজেদের ডেরায় আটকে রেখে এক আদিবাসী মহিলাকে গণধর্ষণ করল দুষ্কৃতীরা। মঙ্গলবার রাতে ওই মহিলাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার
তদন্তে নেমে মঙ্গবার রাতে দুস্কৃতীদের ডেরা থেকে ওই মহিলাকে উদ্ধার করে পুলিস হ্যালো-টুডে ডটকম প্রতিনিধিকে জানিয়েছেন। পুলিসের প্রাথমিক অনুমান ছয় জন দুষ্কৃতী ওই মহিলাকে অপহরণ করে। খোকা হাসদাঁ নামে এক দুস্কৃতীকে পুলিস গ্রেফতার করেছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। কেন ওই মহিলাকে অপহরণ করা হল তাও তদন্ত করে দেখছে পুলিস।