এইচএসসির প্রস্তুতি

 মো. মনিরুল ইসলাম চৌধুরী, প্রভাষক, রূপনগর মডেল কলেজ, ঢাকা | তারিখ: ২৪-০৩-২০১৩
বহুনির্বাচনী প্রশ্নোত্তর (পদ্য)
প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য বাংলা ১ম পত্রের কবিতা অংশ থেকে ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নোত্তর আলোচনা করা হলো।

বঙ্গভাষা
১. আধুনিক বাংলা কাব্যের জনক কে?
ক. মাইকেল মধুসূদন দত্ত খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. জীবনানন্দ দাশ ঘ.
শামসুর রাহমান
২. ‘বঙ্গভাষা’ কবিতাটি প্রথমে কী নামে লেখা হয়েছিল?
ক. বাংলা ভাষা খ. কবির মাতৃভাষা
গ. বঙ্গবাণী ঘ. কবিভাষা
৩. মাইকেল মধুসূদন দত্ত কতটি ভাষা জানতেন? ক. ৯/১০টি খ. ১০/১১টি
গ. ১২/১৩টি ঘ. ১৩/১৪টি
৪. ‘মধুসূদন ১৮২৪ সালের ২৯ জুন জন্মগ্রহণ করেন’—এ চিত্রকল্পে কোন সময়ের কথা ফুটে উঠেছে?
ক. বিশ শতকের প্রথম ভাগ
খ. আঠারো শতকের শেষ ভাগ
গ. উনিশ শতকের প্রথম ভাগ
ঘ. সতেরো শতকের মধ্য ভাগ
৫. সনেটের কয়টি অংশ থাকে?
ক. ২টি খ. ৩টি গ. ৬টি ঘ. ৮টি
৬. ‘বঙ্গভাষা’ কবিতার অষ্টকের মূলভাবে প্রকাশ পেয়েছে— ক. মাতৃভাষার প্রতি উপেক্ষাজনিত বেদনা
খ. বাংলা ভাষার প্রতি গভীর অনুরাগ
গ. মাতৃভাষায় সাহিত্য সৃষ্টির আকাঙ্ক্ষা
ঘ. বাংলা ভাষায় সাহিত্যচর্চায় সাফল্য
৭. ‘বঙ্গভাষা’ কবিতার শেষ ছয় চরণের অন্তমিল কেমন?
ক. গম গম গম খ. গমভ গমভ
গ. গম মগ ঙঙ ঘ. গম গম ঙঙ
৮. ‘মাতৃকোষে রতনের রাজি’ বলতে কী বোঝানো হয়েছে?
ক. মাতৃভাষার ভান্ডারে সাহিত্যের ঐশ্বর্য
খ. মাতৃভূমিতে প্রাকৃতিক সম্পদের সমারোহ
গ. মাতৃভূমির ইতিহাস ও সংস্কৃতির ঐতিহ্য
ঘ. মাতৃভাষার জন্য গৌরবময় আত্মবিসর্জন
৯. ‘মাতৃকোষে’ বলতে কবি কী বুঝিয়েছেন?
ক. মাতৃভূমির ভান্ডার খ. মাতৃভূমির কোলে
গ. বাংলা শব্দভান্ডার ঘ. বাংলা সাহিত্যে
১০. ‘বঙ্গভাষা’ কবিতায় কবি অনিদ্রায় দিন কাটিয়েছেন কেন? ক. দেশের ভাষাকে ভালোবেসে
খ. নিজের ভুল বুঝতে পেরে
গ. ইংরেজি ভাষার কবি হওয়ার সাধনায়
ঘ. বিদেশ থেকে চলে আসার চিন্তায়
১১. ‘মজিনু বিফল তপে অবরেণ্য বরি’—এখানে ‘অবরেণ্য’ শব্দটির অর্থ কী?
ক. যা অরণ্যে জন্মে
খ. যা গভীর অন্ধকারাচ্ছন্ন
গ. যা বরণযোগ্য ঘ. যা বরণযোগ্য বা গ্রহণযোগ্য নয়
১২. ‘যা ফিরি, অজ্ঞান তুই, যারে ফিরি ঘরে’—কবিকে কে ঘরে ফিরে যেতে বলেছে?
ক. মা মেরি খ. যিশু
গ. কুললক্ষ্মী ঘ. লক্ষ্মী
১৩. স্বপ্নে দেখা কুললক্ষ্মীর প্রকৃত স্বরূপ কী? ক. মাতৃভাষার অধিষ্ঠাত্রী দেবী
খ. কবির কাব্য রচনার প্রেরণা
গ. কবির পরম পূজাদেবী
ঘ. কবির বিদেশমুখিতা
১৪. ‘বঙ্গভাষা একটি দেশপ্রেমমূলক কবিতা’—এটি কোন যুক্তি দ্বারা সমর্থিত?
ক. অনুশোচনার বহিঃপ্রকাশ
খ. বাংলার প্রতি ভালোবাসা
গ. দেশের প্রতি মমত্ববোধ
ঘ. সাহিত্যসম্ভারের প্রতি অনুরাগ।

বাংলা ১ম পত্র: সঠিক উত্তর
বঙ্গভাষা: ১. ক ২. খ, ৩. ঘ ৪. গ ৫. ক ৬. ক ৭. খ ৮. ক ৯. ক ১০. গ ১১. ঘ ১২. গ ১৩. ক ১৪. ক।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
source: prothom-alo.

Powered by Blogger.