হংকংয়ে নারীকর্মী নিয়োগের নিবন্ধন ২রা এপ্রিল থেকে

সরকারিভাবে হংকংয়ে যেতে আগ্রহী নারীকর্মী নিয়োগের নিবন্ধন আগামী ২রা এপ্রিল থেকে শুরু হচ্ছে। দু-একদিনের মধ্যেই জাতীয় পত্রিকায় এ ব্যাপারে বিজ্ঞাপন দেয়া হবে। মালয়েশিয়ার মতই সারা দেশে নিজ নিজ ইউনিয়নের তথ্য সেবা কেন্দ্র থেকে এ নিববন্ধন করতে পারবে কর্মীরা। নিবন্ধনের জন্য প্রত্যেক নারীকর্মীকে ৫০ টাকা সরকার নির্ধারিত নিবন্ধন ফি পরিশোধ করতে হবে। সকাল ৯টা থেকে বিকাল
৫টা পর্যন্ত নিবন্ধন করতে পারবেন আগ্রহীরা। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুারোর-বিএমইটি সূত্র এ তথ্য জানিয়েছে। বিষয়টি প্রধানমন্ত্রী দপ্তরের এক্সেজ টু ইনফরমেশন-এটুআই প্রকল্প এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-বুয়েটের ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি-আইআইসিটি মনিটরিং করবে। গতকাল এ ব্যাপারে বিএমইটিতে একটি বৈঠকও অনুষ্ঠিত হয়েছে। বৈঠক সূত্র বলছে, আগামী ২ থেকে ৬ই এপ্রিল ঢাকা ও বরিশাল বিভাগ, ৮ থেকে ১২ই এপ্রিল রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগ এবং ১৫ থেকে ১৯শে এপ্রিল চট্টগ্রাম ও খুলনা বিভাগের নিবন্ধনের জন্য তারিখ নির্ধারণ করা হয়েছে। এ কার্যক্রমের জন্য সফ্‌টওয়ার তৈরি করে বুয়েট। এ ব্যাপারে বুয়েটের ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি-আইআইসিটি পরিচালক অধ্যাপক ড. সাইফুল ইসলাম বলেন, তারা প্রস্তুত রয়েছে। এশিয়ার দেশ হংকংয়ে আগ্রহী নারীকর্মী নিয়োগে নীতিমালায় অনুযায়ী নির্দিষ্ট কয়েকটি রিক্রুটিং এজেন্সিও থাকছে নারীকর্মী নিয়োগে। এক্ষেত্রেও কোন মিডেল ম্যান থাকবে না। বললেন- জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুারো-বিএমইটির মহাপরিচালক বেগম শামছুন নাহার। তবে আগে থেকেই নারীকর্মী পাঠানোর বিষয়ে রিক্রুটিং এজেন্সি এবং সরকার উভয় পক্ষ যুক্ত ছিল বলে তিনি উল্লেখ করেন। হংকংয়ের চাহিদা অনুযায়ী বছরে ৫০ থেকে এক লাখ নারীকর্মী নিতে তারা আগ্রহ দেখিয়েছে। সূত্র বলছে, এজেন্সিগুলোকে সুযোগ দিতেই পৃথক এই নীতিমালা তৈরি করা হচ্ছে। এ বিষয়ে যুগ্ম সচিব (কর্মসংস্থান ও রিক্রুটিং এজেন্সি) নেতৃত্বে একটি কমিটিও গঠন করা হয়েছে। তবে সরকারিভাবে নিবন্ধিত তালিকা থেকেই হংকংয়ে নারীকর্মী পাঠাতে হবে বলে সূত্র বলছে। ওই সূত্র আরও জানায়, রিক্রুটিং এজেন্সিকে সুযোগ না দিলে হংকংয়ের গ্রুপ লোক নাও নিতে পারে। তাই তাদের সুযোগ দিতে হবে। মালয়েশিয়ায় সরকারিভাবে কর্মী পাঠানো নিয়ে বায়রার সঙ্গে সরকারের দূরত্ব সৃষ্টি হয়। ফলে হংকংয়ে কর্মী নিয়োগে জনশক্তি রপ্তানিকারকদের এ সংগঠনকে সুযোগ দিয়ে দূরত্ব কমিয়ে আনতে চাইছে সরকার। প্রথমে তারা চলতি বছরেই ৮০ হাজার কর্মী নেবেন। মাসে বাংলাদেশী টাকায় ৫০ হাজার টাকা বেতন পাবেন এসব নারীকর্মী। সে দেশে যেতে তাদের কোন খরচ লাগবে না। বিমান ভাড়া নিয়োগকর্তা পরিশোধ করবেন। তবে ওখানে চাকরি করে তাকে কিস্তিতে তা পরিশোধ করতে হবে। সরকারিভাবে দু’মাসের প্রশিক্ষণ নিতে হবে ওই কর্মীদের। এ প্রশিক্ষণের খরচ সরকারই বহন করবে। হংকং গৃহস্থালির কাজে নারীকর্মী নিতে চাচ্ছে বলে উল্লেখ করেন মহাপরিচালক। কর্মীকে কেনটোনিজ ভাষা শিখতে হবে। অষ্টম থেকে নবম শ্রেণীর যোগ্যতা লাগবে। কারণ, যার আইকিউ ভাল এবং ভাষাটা দ্রুত শিখতে পারবে তার জন্য সহজ হবে। বয়স হতে হবে ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে। পাসপোর্ট ও স্বাস্থ্য পরীক্ষার খরচ ছাড়া কিছু লাগবে না। মালয়েশিয়ার মতই সারা দেশে নিবন্ধনের মাধ্যমে লটারি করে হংকং কর্মী পাঠানো হবে। লটারির মাধ্যমেই নির্বাচিত হবেন ভাগ্যবানরা।

Powered by Blogger.