‘প্রধানমন্ত্রী আছেন এবং ২০১৯ সাল পর্যন্ত থাকবেন’


“বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বগুড়ায় দেয়া বক্তব্য নিয়ে শংকিত নয় আওয়ামী লীগ। ক্ষমতাসীন দলের নীতি-
দৈনিক ইত্তেফাকে ‘প্রধানমন্ত্রী আছেন এবং সাংবিধানিকভাবে ২০১৯ সাল পর্যন্ত থাকবেন’ শিরোনামে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে।newsbd24online.blogspot.com  পাঠকদের জন্য তা প্রকাশ করা হলো
নির্ধারকরা মনে করেন, ২০১৯ সাল পর্যন্ত বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে নামানো যাবে না। তিনি প্রধানমন্ত্রী আছেন
এবং সাংবিধানিকভাবেই ক্ষমতায় থাকবেন। একই ধরনের অভিমত ভূ-রাজনৈতিক বিশ্লেষকদের। তারা মনে করেন বর্তমান আওয়ামী লীগ অনন্য শক্তির অধিকারী। এই দলকে ক্ষমতা থেকে নামানো সহজ হবে না।
গত রবিবার বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, ‘শান্তি রক্ষায় প্রয়োজনে সেনাবাহিনী ঘরে বসে থাকবে না।’ এই হুমকিতে শংকিত নয় ক্ষমতাসীন দল। আওয়ামী লীগের এক সিনিয়র নেতা গতকাল ইত্তেফাককে বলেন, অসাংবিধানিক পন্থায় এবার আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামানো যাবে না। সংবিধান অনুযায়ী এই সরকারের অধীনেই আগামী জানুয়ারির মধ্যে দশম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে আসতে বাধ্য হবে বিএনপি। আওয়ামী লীগের ওই নেতা আরো বলেন, বিএনপি না এলেও যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্যদিকে বর্তমান প্রধানমন্ত্রীর অধীনে কোন নির্বাচনে যাবে না বিএনপি। দু’পক্ষের এই পাল্টাপাল্টি অবস্থানের পরিপ্রেক্ষিতে সুশীল সমাজ এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে জড়িতদের কেউ কেউ ‘ওয়ান ইলেভেন’ এর আদলে ‘টু টোয়েন্টি’ (রূপক অর্থে) হবে বলে আশংকা ব্যক্ত করেছেন। ভূ-রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন খালেদা জিয়ার এ ধরনের ভীতি দেখানোর পরেও সরকার তার অধীনে আগামী নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে। এসব পরিস্থিতি বিশ্লেষণ করে তারা মনে করেন এমন কোন শক্তি আছে যে শক্তির কারণে সরকার এমনটি ভাবতে পারছে। তারা হয়তো ভেবেছেন সাংবিধানিকভাবেই তারা আগামী ২০১৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবেন। তাদের ক্ষমতায় থাকার পথে কেউ হয়তো বাধা হওয়ার সাহসও পাবে না যদি ‘ঐশ্বরিক বা প্রকৃতির আপন নিয়মে’ কিছু না ঘটে।”

,
Powered by Blogger.