ব্যক্তিত্বের কথা জানিয়ে দেবে ফেসবুক ‘লাইক’

ইন্টারনেট যারা ব্যবহার করে থাকেন, তাদের বেশিরভাগই ব্যবহার করে থাকেন সামাজিক যোগাযোগের বিভিন্ন ওয়েবসাইট। এর মধ্যে আবার সবচেয়ে বেশি জনপ্রিয় ফেসবুক। বর্তমানে ১০০ কোটিরও বেশি মানুষ যুক্ত রয়েছে এই ফেসবুকে। নানা ধরনের স্ট্যাটাস, মন্তব্য, নোট, ছবি, ভিডিও, অডিও
শেয়ারিংয়ের কাজই করে থাকে সবাই এই সাইটে। আর সব ধরনের কাজ করতে গিয়েই সকলে বিভিন্ন ছবি, স্ট্যাটাস, মন্তব্য, ভিডিও বা অন্যান কনটেন্টে ‘লাইক’ দিয়ে থাকে। কোনো কনটেন্ট পছন্দ হলেই সাধারণত সবাই ‘লাইক’ দিয়ে তা প্রকাশ করে থাকে। গবেষকরা জানাচ্ছেন, ব্যবহারকারীদের এসব ‘লাইক’ বিশ্লেষণ করে একজন ফেসবুক ব্যবহারকারীর ব্যক্তিত্ব সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। কোনো মানুষের ব্যক্তিগত ধারণা, রাজনৈতিক বিশ্বাস, ধর্মীয় অবস্থান এবং এমনকি কোনো ব্যক্তির বুদ্ধিমত্তা সম্পর্কেও নিখুঁত তথ্য জানা যাবে তার দেওয়া ‘লাইক’ থেকেই। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এই তথ্য জানিয়েছেন। এক ধরনের বিশেষ অ্যালগরিদম ব্যবহার করে তারা তাদের গবেষণা পরিচালনা করেন এবং গবেষণার ফল হিসেবে জানিয়েছেন, তারা যে কয়েকজন ফেসবুক ব্যবহারকারীর উপর গবেষণা চালিয়েছেন, তাদের সবার সম্পর্কেই প্রায় শতভাগ অনুমান সঠিক বলেই প্রতীয়মান হয়েছে। প্রায় ৫৮ হাজার স্বেচ্ছাসেবীর উপরে এই গবেষণা পরিচালিত হয়। তাদের ‘লাইক’গুলো ছাড়াও ডেমোগ্রাফিক তথ্যও ব্যবহার করা হয় এই গবেষণায়। এতে দেখা যায়, প্রায় ৮৮ শতাংশ অংশগ্রহণকারীর লৈঙ্গিক মনোভাব এবং ৮৫ শতাংশ অংশগ্রহণকারীর রাজনৈতিক মনোভাব সঠিকভাবে অনুমান করতে পেরেছেন গবেষকরা। এই গবেষণার ফলাফল ব্যবহার করে একদিকে যেমন সামাজিক যোগাযোগের সাইটগুলো তার গ্রাহকদের চাহিদা অনুযায়ী কনটেন্ট এবং ফিচার তৈরি করতে সহায়তা করবে, অন্যদিকে ব্যবহারকারীদের ব্যক্তিত্বকে উন্মুক্ত করে দেওয়ার পথটিও প্রশস্ত করে দেবে। কাজেই যারা নিজেদের ব্যক্তিগত ধ্যান-ধারণা নিয়ে কিছুটা রক্ষণশীল, তাদের জন্য গবেষণার ফলাফলটি মোটেও সন্তোষজনক নয়। এর উপর ‘লাইক’ ডিফল্টভাবে সকলের জন্য উন্মুক্ত থাকায় তা সংশ্লিষ্টদের জন্য আরও বেশি আশংকাজনক হবে বলেও মনে করছে গবেষকরা।

Powered by Blogger.